Tuesday, October 8, 2024
spot_img
Homeঅন্যান্য'প্রিটি লেডি বাই সোনিয়া খান'- এর উদ্বোধন

‘প্রিটি লেডি বাই সোনিয়া খান’- এর উদ্বোধন

সাতকাহন২৪.কম ডেস্ক

এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো মেকওভার স্যালন ‘প্রিটি লেডি বাই সোনিয়া খান’। গতকাল, ১০ আগস্ট, বৃহস্পতিবার, ঢাকার নিকেতনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য, বিশেষজ্ঞ বিউটি আর্টিস্ট ও বিউটি অ্যান্ড গ্রুমিং সেক্টরের পথ প্রদর্শক উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীন এবং উজ্জ্বলার চেয়ারম্যান আদিত্য সোম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম সেলিব্রেটি ও মডেলরা। অতিথিরা ‘প্রিটি লেডি বাই সোনিয়া খান’- এর সাফল্য ও সমৃদ্ধ কামনা করে।

বিউটি এক্সপার্ট সোনিয়া খান জানান, প্রতিষ্ঠানটি ছোট আকারে অনেকদিন ধরে পরিচালিত হচ্ছিল। তবে বড়ভাবে এই প্রথম আমাদের আগমন ঘটলো। বিউটি সেক্টরে একটি ভিন্ন কিছু আনতে চাই আমরা এবং বাংলাদেশের বিউটি সেক্টরকে আরো এগিয়ে নিতে চাই।

দীর্ঘদিন ধরে বিউটি সেক্টরে কাজ করছেন সোনিয়া খান। তিনি দেশ ও দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মেকআপের ওপর বিভিন্ন কোর্স করেছেন। বর্তমানে তিনি উজ্জ্বলার একজন ফ্যাকাল্টি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments