সাতকাহন২৪.কম ডেস্ক
মানুষের মনস্তত্ত্ব বেশ জটিল ও পরিবর্তনশীল। আজ হয়তো যেই বিষয়টি সহ্য সীমার বাইরে, কিছুদিন পরেই সেটি সহনীয়। আজ যাকে মনে হচ্ছে চোখের বিষ, কয়েকদিন বাদেই হয়তো তাকে পাওয়ার জন্য তীব্র আকুতি কাজ করছে মনে। আবার যে একদিন পায়ের ধুলো বানিয়ে চলে গিয়েছিল, সে-ই ভীষণভাবে পেতে চাইছে আপনাকে। এর পেছনের কারণ কী ? কেন প্রাক্তন বা সাবেক প্রেমিক-প্রেমিকা ফিরে আসতে চায় বা ফিরে আসে ?
আপনি এখনো তাঁর মনে রয়েছেন
আপনার সাবেক হয়তো বিচ্ছেদের পর অনেকের সঙ্গেই কথা বলেছে, মিশেছে বা ঘুরতে গেছে। তবে সে বুঝতে পেরেছে, আপনিই তার জন্য শ্রেষ্ঠ। আপনাকে কোনোভাবে মন থেকে মোছা যাচ্ছে না। আর এ কারণেই হয়তো আবারও যোগাযোগের চেষ্টা করছে।
শারীরিক সম্পর্কে আপনি চমৎকার
প্ল্যাটোনিক বা দেহহীন ভালোবাসার কথা আমরা যতই বলি না কেন, সম্পর্কে শরীর কিন্তু একটি বড় বিষয়। আর এই আকর্ষণেই হয়তো আপনার সবেক বার বার ফিরতে চায়। মোদ্দা কথা, আপনি হয়তো বিছানায় তার কাছে ভীষণ আকর্ষণীয়।
শুধুমাত্র আপনার জীবনে কী চলছে দেখতে
নারী বা পুরুষ উভয়েই চায়, তাদের কেউ মিস করুক, তার জন্য অপেক্ষা করুক, তার কথা ভাবুক। বিচ্ছেদের পর আপনার প্রাক্তনও হয়তো চায়, আপনি তাকে মনে রাখুন এবং আপনার জীবনে কেউ না আসুক। আর সেই জন্য হয়তো মাঝে মাঝে শুধু মাত্র নিজের অতি আগ্রহ পুরোনেই ফিরে আসে; জানতে চায় আপনার জীবনে কী চলছে।
ভুল বুঝতে পারা
হয়তো কোনো তুচ্ছ বিষয়ে বা ভুল বোঝাবুঝির কারণে বিচ্ছেদ হয়েছিল। আপনার সাবেক হয়তো সেই ভুল বুঝতে পেরেই ফিরে আসতে চাইছেন।
আপনি জীবনে ভালো করছেন
ভিক্ষুককে দয়া দেখালেও, তার সঙ্গে কেউ থাকতে চায় না। আপনি হয়তো একটি সময় ভালোবাসার ভীষণ কাঙাল ছিলেন। তবে বিচ্ছেদ আপনার সব বদলে দিয়েছে। বিচ্ছেদ থেকে শিক্ষা নিয়ে নিজেকে হয়তো আরো বদলে ফেলেছেন আপনি। নিজের সৌন্দর্য ও ক্যারিয়ারের প্রতি মনোযোগী হয়েছেন; বেশ সুখি একটি জীবন যাপন করছেন। প্রাক্তনকে ছাড়া আপনি ভালো রয়েছেন। এই ভালো থাকাটা হয়তো কোথাও না কোথাও প্রক্তনকে পোড়াচ্ছে। আর এই জন্যই ফিরে আসতে চাইছে সে।
সূত্র : ইউপিজার্নি