সাতকাহন২৪.কম ডেস্ক
২০২০ সালের শুরু। হঠাৎ করেই আমাদের চারপাশটা বদলে গেল। বদলে গেল পুরো বিশ্ব। করোনা নামক ভাইরাসের হাত থেকে নিজেকে বাঁচাতে মরিয়া বিশ্ববাসী এক সময় ঘরবন্দী হলো। সামনে আমাদের জন্য কী অপেক্ষা করছে, এমন অসহায়ত্বের কাছে নিজেদের সমর্পণ করা ছাড়া উপায় ছিল না; আন্দাজ করাও ছিল দুঃসাধ্য।
হয়তোবা মৃত্যু না হয় অনেক হারানোর পর বেঁচে থাকা। ঠিক এমন পরিস্থিতিতে ফারাহ জাবিন শাম্মী শুরু করেন তার গৃহবন্দী সময়ের ডায়েরি লেখা।
ধীরে ধীরে দেশ-বিদেশে চেনা-জানা অনেকেরই মৃত্যু- একদিকে জীবন অন্যদিকে জীবিকার লড়াই, মানুষের অসহায়ত্ব। পাশাপাশি পরিবর্তিত পরিস্থিতিতে ব্যক্তিগত, সামাজিক, বৈশ্বিক পরিস্থিতি- এসব বিষয়ই লেখক আন্তরিকভাবে তুলে ধরেছেন ডায়েরির পাতায়।
২০২০ সালের শুরুতে দেশে করোনা প্যানডেমিক ছড়িয়ে পড়ার পর থেকে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত করোনা প্যানডেমিকের দেশ ও বৈশ্বিক পরিস্থিতির একটা খণ্ডচিত্র পাওয়া যাবে এই ডায়েরি ‘করোনাপঞ্জি’ তে। প্যানডেমিক সময়ের গুরুত্বপূর্ণ দলিল হবে এই বই, লেখক এমনটাই মনে করেন।
শীঘ্রই পাওয়া যাবে বইমেলায়। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী মাসুক হেলাল। বের করছে স্বপ্ন ৭১ প্রকাশন।