শাশ্বতী মাথিন
ঋতুরাজ বসন্ত দোরগোড়ায়। ফাগুনের প্রথম দিনটি বর্ণিল করে তোলে বাঙালির বিভিন্ন উৎসব-পার্বণ। ফাগুনের উৎসব মানেই রঙিন পোশাকের সমারোহ। শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়ায় থাকে নানা রঙের বাহার আর নকশা।
এবারের ফাল্গুনের পোশাকে হলুদ রয়েছে ঠিকই। তবে এর সঙ্গে বিভিন্ন রঙের শেডের ব্যবহার করা হয়েছে। হালকা ও গাঢ় দুই রঙের হলুদই রয়েছে বলে জানালেন বিশ্বরঙ-এর প্রতিষ্ঠাতা বিপ্লব সাহা।
এ ছাড়া অন্যান্য রঙের ভেতর লাল, সাদা, ম্যাজেন্টার ব্যবহার হয়েছে জানিয়ে বিপ্লব সাহা বলেন, ‘পোশাকগুলোতে রঙের মিশ্রণ এমনভাবে করা হয়েছে যেন মার্জিত দেখায়। কেননা, এসব পোশাক পরে অনেকেই অফিস করেন। তাই সেভাবেই তৈরি করা।’
বিশ্বরঙ-এর প্রতিষ্ঠাতা বিপ্লব সাহা জানান, বৈশ্বিক অতিমারির কারণে পোশাক খাতে ভীষণ চাপ পড়েছে। প্রথমে ভেবেছিলাম, নতুন কোনো কালেকশন করব না। পরে অবশ্য সেই চিন্তা বাদ দিয়ে কাজ শুরু করলাম। মন তো মানে না। শিল্পী তো, ব্যবসায়ী কম। শিশু, বয়োবৃদ্ধ, তরুণ সবার জন্যই রয়েছে এবারের কালেকশন। নকশায় রয়েছে প্রজাপতি, ফুল, লতা-পাতা।