সাতকাহন২৪.কম
সালফারযুক্ত উপাদান থাকার কারণে পেঁয়াজ, রসুন খাওয়ার পর মুখে এক ধরনের ঝাঁজালো তীব্র গন্ধ হয়। কখনও কখনও সারা রাতও এ গন্ধ মুখে থেকে যায়। তাই অনেকে এসব খাবার কাঁচা না খাওয়াকেই সহজ সমাধান মনে করেন।
তবে কিছু ঘরোয়া উপায় রয়েছে, যেগুলো এসব খাবার খাওয়ার পর মুখের দুর্গন্ধ খুব সহজেই দূর করতে সাহায্য করে। পেঁয়াজ খাওয়ার পর মুখের দুর্গন্ধ দ্রুত দূর করার উপায় জানিয়েছে মেডিকেল নিউজ টুডে।
আপেল খান
পেঁয়াজ খাওয়ার পর কাঁচা আপেল খেয়ে নিতে পারেন। গবেষণা বলছে, পেঁয়াজ খাওয়ার পর আপেল খাওয়া দুর্গন্ধ দ্রুত দূর করতে কাজ করে।
গ্রিন টি পান করুন
তীব্র ঝাঁজালো গন্ধ দূর করতে কাঁচা পেঁয়াজ খাওয়ার পর এক কাপ গ্রিন টি পান করতে পারেন। এক গবেষণায় বলা হয়, পুদিনা পাতা, চুইংগাম, পার্সলে তেলের তুলনায় গ্রিন টি বেশি কার্যকরভাবে দুর্গন্ধ দূর করে।
লেবুপানি পান করুন
এক গ্লাস লেবুপানি পান করা পেঁয়াজ থেকে হওয়া গন্ধকে নিষ্ক্রিয় করে দেয়। তাই গন্ধ দূর করতে এ উপায়টিও মেনে দেখতে পারেন।