Saturday, July 20, 2024
spot_img
Homeজীবনের খুঁটিনাটিপুরুষের ৩ গুণ, নারীকে আকৃষ্ট করে

পুরুষের ৩ গুণ, নারীকে আকৃষ্ট করে

সাতকাহন২৪.কম ডেস্ক

যাদের মধ্যে সেন্স অব হিউমার বা রসবোধ রয়েছে, সেসব পুরুষ নারীকে বেশি আকৃষ্ট করে। রসবোধের পাশাপাশি পুরুষের দয়ালু মনোভাবও নারীকে তার প্রতি টেনে নিয়ে আসে।

অপরদিকে যেসব পুরুষ দেখতে সুন্দর, তাদের সঙ্গে সাময়িকভাবে মেয়েরা ফ্লার্ট ( প্রেম প্রেম ভাব) করতে পছন্দ করলেও দীর্ঘমেয়াদে সম্পর্কে জড়াতে চায় না। জার্নাল অব পারসোনালিটি অ্যান্ড সাইকোলজিতে প্রকাশিত একটি গবেষণার ফলাফলে এমনই তথ্য ওঠে এসেছে। পুরুষের এমন আরো গুণ, যা নারীকে আকৃষ্ট করে- সেসবের কথা জানিয়েছে বিজনেস ইনসাইডার। চলুন জেনে নিই –

দাড়ি
বেশিরভাগ ক্ষেত্রেই দাড়িওয়ালা পুরুষের প্রতি নারী তীব্র আকর্ষণবোধ করে। দাড়ি পুরুষের সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে দেয়। এতে তাদের আরো বেশি শক্তিশালী ও বুনো মনে হয়। আর এই বিষয়টিই নারীর ভালো লাগার কারণ।

উপকারী মনোভাব
দ্যা জার্নাল অব সোস্যাল সাইকোলজির প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, যাদের মধ্যে উপকারী মনোভাব রয়েছে, সেই সব পুরুষকে নিয়ে দীর্ঘমেয়াদে ভাবতে চায় মেয়েরা। অর্থাৎ বলা চলে, বিয়ের জন্য এ ধরনের পুরুষই অন্যতম পছন্দ মেয়েদের।

ঝুঁকি নিতে পারে যারা
কাপুরুষ বা ভীতু পুরুষ নারীর কাছে কখনোই আকর্ষণীয় ব্যক্তি নয়। যেই পুরুষের মধ্যে সাহস রয়েছে বা ঝুঁকি নেওয়ার মানসিক শক্তি রয়েছে, সাধারণত তাদের কাছেই নিজেকে সমর্পন করতে চায় মেয়েরা। তাই, এসব গুণ থাকলে আপনাকে নিঃসন্দেহে আকর্ষণীয় পুরুষ বলাই যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments