Tuesday, October 3, 2023
spot_img
Homeজীবনের খুঁটিনাটিপুরুষের পেছনে ছুটতে নেই কেন?

পুরুষের পেছনে ছুটতে নেই কেন?

সাতকাহন২৪.কম ডেস্ক
যাকে ভালোবাসব, তাকে তো সবটা দিয়েই ভালোবাসব। একটু প্রকাশ করব, একটু করব না, সেভাবে কি ভালোবাসা যায়?- এই রকম প্রশ্ন হয়তো অনেকের মনেই দানা বাঁধে। কিন্তু সত্যটা হলো, পুরুষ আসলে সম্পর্কের মধ্যে একটু রহস্য, একটু সীমা পছন্দ করে। তারা সবকিছুর ভেতরেই নিজের জন্য একটা জায়গা চায়।

তাই, প্রেমে যতই হাবুডুবু খান না কেন, নিজেকে একটু সংযত করতেই হয়। না হলে যে ক্ষতিগুলো হয়, সে বিষয়ে জানিয়েছে সম্পর্ক বিষয়ক ওয়েবসাইট কমিটমেন্ট কানেকশন। চলুন, জেনে নিই-

আগ্রহ হারাবে

সারাক্ষণই তাকে টেক্সট করে বা মুখে ভালোবাসি ভালোবাসি বলে অস্থির করে তুলবেন না। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন। সাধারত যে নারী পুরুষকে সারাক্ষণই আষ্টেপৃষ্ঠে ধরে রাখতে চায়, সেখানে পুরুষ আগ্রহ হারায়। এমনকি শুরুতে আপনার প্রতি যতটা আগ্রহ দেখিয়েছে, ততটাও চলে যেতে পারে। প্রেমিকের পিছনে না ছুটে, নিজেকেই এমনভাবে তৈরি করুন, যেন সে আপনার শূন্যতা অনুভব করে।

আপনাকে ব্যবহার করতে পারে

অনেকেই নারীর কাছে আসে কেবল তাদের শারীরিক ও আবেগীয় তৃপ্তির জন্য। সেই নারীকে কখনোই সে বিয়ে করে না বা তাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করে না। তাই এ ধরনের পুরুষ যদি বুঝে যায়, আপনি তার প্রতি মাত্রাতিরিক্ত আগ্রহী, তাহলে সে আপনাকে ব্যবহার করতে পারে।

আত্মসম্মান নষ্ট হয়

ভালোবাসুন কোনো অসুবিধা নেই। তবে এমন কোনো কাজ কখনোই করতে যাবেন না, যেখানে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হয়। কারণ ,পৃথিবীতে আপনার প্রথম ভালোবাসার মানুষ কিন্তু আপনি নিজেই। তাই, সবচেয়ে বেশি ভালোবাসুন নিজেকে।

আপনি যাকে খুঁজছেন, সে সেই মানুষটি নয়

তার পেছনে সারাক্ষণ লেগে থাকতে হলে একটু ভেবে দেখুন তো সে আপনার জন্য যোগ্য মানুষ কি না? না, হয়তো। কারণ, যে আপনাকে আসলেই ভালোবাসবে, সম্মান করবে- সে তো আপনার যত্ন নেবে। তাই না?

আপনাকে বিরক্তিকর ভাববে

শুরুতে আপনার প্রতি তার আগ্রহ থাকলেও, আপনার এসব অস্থিরতা দেখে কিন্তু সে পিছু হটতে পারে। হয়তো ভাবতে পারে, আপনি ধৈর্যশীল না বা তাকে সামলাতে পারবেন না। এবং ভবিষ্যৎ পরিকল্পনা করতেও দ্বিধাগ্রস্ত হবে। তাই, নিজেকে সংযত করে, একটু ধীরে আগান। ধৈর্য ধরুন। সে আপনার হলে, ঠিকই আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments