শাশ্বতী মাথিন
তেতো হলেও সত্য, কোথাও বের হওয়ার আগে প্রস্তুতিপর্বে নারীর তুলনায় পুরুষের সময় কম লাগে। চু্ল বাঁধতে বা ত্বকের যত্ন নিয়ে ঠিকঠাকভাবে তৈরি হতে একজন নারীর যেখানে ঘণ্টাখানেক লেগে যায়, সেখানে হয়তো একজন পুরুষ ১০ মিনিট সময় নেয়।
সাধারণত দেখা যায়, পুরুষ ত্বকের যত্নে উদাসীন। আর এতে তাদের ত্বক হয়ে পড়ে রুক্ষ্ম, শুষ্ক। একটু সচেতন হলেই কিন্তু এসব সমস্যা থেকে মুক্তি মেলে। আর এ জন্য বেশি সময়ও দিতে হয় না। পুরুষের ত্বক ভালো রাখতে কিছু উপায়ের কথা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
১. মুখ ধোয়া
ত্বক ভালো রাখতে মুখ ধোয়ার বিকল্প নেই। তবে এ কাজটিই অনেকে আলসেমির কারণে এড়িয়ে যান। পরিষ্কার ত্বক সৌন্দর্য বাড়ায় বহু গুণে। তাই প্রতিদিন অন্তত তিন থেকে চারবার মুখ ধোয়ার অভ্যাস করুন। বার সাবানে ক্ষার বেশি হওয়ায় ত্বক শুষ্ক হয়ে পড়তে পারে। অতিরিক্ত ক্ষারীয় বার সাবানের বদলে হালকা ফেসিয়াল ক্লিনজার ব্যবহার করুন এবং কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
২. শেভ করার সময় মনোযোগ দিন
শেভ করার সময় অনেকে কয়েক পরতের রেজর ব্লেড ব্যবহার করেন। এগুলো ত্বকের ভেতর থেকে খুব সূক্ষ্মভাবে দাড়ি দূর করে। তবে আপনার ত্বকে রেজর বার্ন, ফোড়া ইত্যাদি হওয়ার সমস্যা থাকলে এক বা দুই ব্লেডের রেজর ব্যবহার করুন। দাড়ি কামানোর আগে অবশ্যই পানি দিয়ে ভিজিয়ে জায়গাটা নরম করে নিন। শেভের পর ময়েশ্চারাইজার অবশ্যই ব্যবহার করুন।
৩. নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন
ময়েশ্চারাইজার ত্বক সতেজ রাখে এবং ত্বক কয়েক গুণ তরুণ দেখাতে সাহায্য করে। গোসল ও শেভের পর অবশ্যই মুখমণ্ডল ও শরীরে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
৪. সানস্ক্রিন ব্যবহার করুন
বাইরে বের হওয়ার সময় মুখমণ্ডল, হাত, ঘাড়, অর্থাৎ যেসব অংশ বাইরে থেকে দেখা যায়, সেগুলোতে সানস্ক্রিন ব্যবহার করুন। সানস্ক্রিন রোদে পোড়া ভাব থেকে ত্বককে বাঁচায় এবং ত্বক সুস্থ রাখতে সাহায্য করে।