Wednesday, December 11, 2024
spot_img
Homeজীবনের খুঁটিনাটিপুজোর আগেই প্রাণবন্ত চুল ৫ উপায়ে

পুজোর আগেই প্রাণবন্ত চুল ৫ উপায়ে

সুপ্রীতি গোস্বামী
পুজোর দিন চুলকে একটি সুন্দর লুক দিতে কিন্তু আগে থেকে যত্ন নেওয়াটা ভীষণ জরুরি। তাহলে পুজোর দিনগুলোতে যেকোনো স্টাইলে, যেকোনোভাবেই নিজেকে উপস্থাপন সহজ হয়।

১. চুলকে আকর্ষণীয় করতে প্রথমেই প্রয়োজন মানানসই একটি হেয়ারকাট। পুজাের আগেই সেরে নিন এটি।

২. চুলকে প্রাণবন্ত করতে সপ্তাহে দুদিন ঘরে করে ফেলুন হেয়ার স্পা। হেয়ার স্পা করতে লাগবে – দুধ চার থেকে পাঁচ চা চামচ, ডিম একটি, কলা একটি , নারকেল তেল দুই চা চামচ , অ্যালোভেরা জেল এক চা চামচ, ভিটামিন ই ক্যাপসুল একটি ( চুলের দৈর্ঘ্য বেশি হলে পরিমাণ বাড়িয়ে নিতে পারেন।)

সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে রেখে দিতে হবে আধা ঘণ্টা। এরপর চুলে লাগিয়ে অপেক্ষা করতে হবে ৪০ থেকে ৫০ মিনিট। পরে হালকা ধাঁচের কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

৩. চুল হালকা শুকানোর পর স্ট্রাকচার অনুযায়ী হেয়ার সিরাম ব্যবহার করুন। রং করা চুলে কালার প্রটেকটিভ সিরাম ব্যবহার করতে হবে।

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

৪. চুলে সপ্তাহে অন্তত দুদিন অয়েল ম্যাসাজ করুন। এই ক্ষেত্রে আমন্ড অয়েল, ক্যাস্টর অয়েল, রোজমেরি অ্যাসেন্সিয়াল অয়েল ও নারকেল তেল ব্যবহার করতে পারেন।

একটি বাটিতে গরম পানি নিয়ে, অন্য একটি বাটিতে সব তেল সমপরিমাণে মিশিয়ে এতে রোজমেরি আসেন্সিয়াল অয়েল দুফোঁটা মিশিয়ে গরম পানির বাটিতে বসিয়ে হালকা গরম করে নিয়ে আঙ্গুলের ডগা দিয়ে মাথার স্কাল্পে ভালোভাবে ম্যাসাজ করুন। এটি করতে হবে অন্তত ১০ থেকে ১৫ মিনিট। এতে মাথার স্কেল্পে রক্ত সঞ্চালন বাড়বে, চুল পড়া কমবে। নতুন চুল গজাতেও সাহায্য হবে। পাশাপাশি রুক্ষ চুল নরম করতে সাহায্য করবে এই পদ্ধতি।

৫. যাদের রিবন্ডিং হেয়ার তাদের জন্য বাড়তি যত্নের প্রয়োজন। অ্যালোভেরা জেল, নারকেল তেল ও ভিটামিন ই ক্যাপসুল একসঙ্গে মিশিয়ে সম্পূর্ণ চুলে ম্যাসাজ করে রেখে দিতে হবে ২০ মিনিট। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুলে জেল্লা আসবে। সপ্তাহে অন্তত চার দিন এই পদ্ধতি অনুসরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments