সাতকাহন২৪.কম ডেস্ক
২০১৮ সালে শিমলা ইয়াসমিন বিউটি প্রশিক্ষণ কেন্দ্র উজ্জ্বলায় আসেন হেয়ার কাট শিখতে। তবে উজ্জ্বলার সঙ্গে কথা বলে, তাদের কাজ দেখে ধীরে ধীরে সবগুলো কোর্স শেষ করেন। বর্তমানে ঢাকার বাড্ডায় একটি স্যালন রয়েছে তার। স্যালনের সব খরচ বাদ দিয়ে মাসে লাভ থাকে ২০ থেকে ২৫ হাজার টাকা।
বর্তমানে উজ্জ্বলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন তিনি। প্রতিষ্ঠানটি থেকে ‘শ্রেষ্ঠ উজ্জ্বলা’ হওয়ার পুরষ্কারও পান। জানান, উজ্জ্বলায় প্রশিক্ষণ নেওয়ার আগেও অনেক জায়গায় কাজ শিখেছি। তবে এখানে আসার পর মনে হয়েছিলো এতো বছর যা শিখেছি, সেটাতে ঘাটতি রয়েছে। একজন ক্লাইন্টের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, ব্যবসা বাড়াতে হয় উজ্জ্বলা শিখিয়েছে।
উজ্জ্বলার পরও অনেক জায়গায় কাজ শিখেছি। তবে মূল কেন্দ্র উজ্জ্বলা জানিয়ে তিনি বলেন, ‘এখনো কোনো বিষয় নিয়ে জানতে চাইলে উজ্জ্বলা পরামর্শ দেয়। যেটা অন্য কোথাও পাই না। আমার বাসা উজ্জ্বলার কাছে। মাঝে মাঝে মন খারাপ হলে এমনিই তাদের সঙ্গে দেখা করতে যাই, কথা বলতে যাই। এতো বছর পরও তারা ভীষণ আন্তরিক। আমি গেলে নিজেদের কাজ থামিয়েও কুশল জিজ্ঞেস করেন। সেখানে গেলে, কথা বললেই মনটা ভালো হয়ে যায়। হৈ চৈ করে চলে আসি। কেউ ১০ লাখ টাকা না দিয়ে, ১০ টা বাক্য দিয়েও যদি সাহায্য করে সেটাও অনেক মনে হয়। আর এই বিষয়টা উজ্জ্বলার কাছ থেকে পাই। প্রতিষ্ঠানটি তাদের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি খুব আন্তরিক’, বলেন তিনি।
কুমিল্লার মেয়ে শিমলা ইয়াসমিনের ছোটবেলা থেকেই সখ ছিল বিউটি আর্টিস্ট হওয়া। পরে একে ফুলটাইম পেশা হিসেবে নেন। তবে পরিবারের কেউ এই পেশাটিকে ভালো চোখে দেখেনি। প্রতি মুহূর্তে বাধার মুখোমুখি হতে হয়েছে। জানালেন, আমি ইন্টারমিডিয়েট পাস। স্যালনের ব্যবসা করে মোটামুটি নিজের খরচ চলে যায়। সংসারেও ব্যয় করতে পারি। তবে আমাদের সমাজ এখনো বিষয়টিকে ভালো দৃষ্টিতে দেখে না। এটা খুব কষ্টদায়ক। কাছের মানুষের কাছ থেকেও নেতিবাচক কথা শুনতে হয়। আত্মীয়-স্বজনদের কাছে এমনও শুনতে হয়েছে যে আমার পরিচয় দিতে তাদের লজ্জা লাগে। এই কাজের জন্যই কিন্তু আমি আজ স্বাবলম্বী, একজন উদ্যোক্তা। এটা কাউকে বোঝাতে পারি না।
ভবিষ্যতে নিজের স্যালনকে বড় করার ইচ্ছা রয়েছে তার। জানালেন, স্বাবলম্বী তো হয়েছি। তবে আরো বড় একজন উদ্যোক্তা হবো, এমনটাই আশা করি।
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৩৬তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/UjjwalaBD
https://www.instagram.com/UjjwalaBD/