সাতকাহন২৪.কম ডেস্ক
নারী শিক্ষার পথিকৃৎ ‘নওয়াব ফয়জুন্নসা চৌধুরানী ও ভাষাসৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত পদক ২০২৩’ পেলেন তরুণ কবি, আবৃতি ও বাচিকশিল্পী নাজিয়া আফরিন।
গত শুক্রবার (৩ মার্চ), বিকেল ৪ টায়, রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত সামাজিক সাংস্কৃতিক সংগঠন উষসী পরিষদের গৌরবময় ৪২বছর পূর্তি উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক গুণীজনদের হাতে এই সংবর্ধনা প্রদান করেন।
এ সময় নয় গুণীজনের হাতে এই সংবর্ধনা দেওয়া হয়। পরে পদক মানপত্র গ্রহণ অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন নাজিয়া আফরিন।
নাজিয়া আফরিন বলেন, ‘এই পুরস্কার আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। আমার প্রতিটি লেখা ও কণ্ঠস্বর যেন মানবতার জয়গান ও অধিকারের জন্য কল্লোলিত হয়।
আমি কতটুকু যোগ্য এই পুরস্কারের জন্য জানি না। তবে তরুণ সমাজকে এভাবে অনুপ্রেরণা দিলে তারা অদম্য স্পৃহায় দেশ ও দশের জন্য কাজ করতে পারবে।’
নাজিয়া আফরিন ব্যক্তিগত জীবনে একজন সমাজ উন্নয়নকর্মী। তিনি শিশু, কিশোরী ও মায়ের স্বাস্থ্য, পুষ্টি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক এনজিওগুলোতে কাজ করে আসছেন। জাতীয় সংবাদপত্রগুলোতেও তাঁর স্বাস্থ্যবিষয়ক লেখা ছাপা হয় প্রতিনিয়ত। তাঁর লেখা কাব্যগ্রন্থ ‘অনুভবের অনুভূতি’ অমর একুশে বইমেলায় ব্যাপক সাড়া ফেলেছিলো। তিনি ইতোপূর্বে বিশ শব্দের গল্প সংকলন নামক বইও প্রকাশ করেন। অচিরেই তাঁর লেখা উপন্যাস ‘নীলচে বেদনায় চাঁদের হাসি’ প্রকাশের অপেক্ষায়।