সাতকাহন২৪.কম ডেস্ক
পরিবারের সব সময় এমন একটি বিষয় ছিল যে, পুরুষ সব কাজ করতে পারে। নারী পারে না। নারীর কাজ কেবল ঘর-গৃহস্থালী সামলানো। পরিবারের এই ভাবনাটি একজন মেয়ে হিসেবে রাবেয়া আক্তার পরশ মণিকে খুব আহত করতো। প্রতিনিয়ত ভাবতো কীভাবে স্বাবলম্বী হওয়া যায়, উচ্চ শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানো যায় এবং পরিবারকেও সাহায্য করা যায়।
এই ভাবনা থেকেই বি বি এ পড়ার পাশাপাশি উজ্জ্বলা ও জয়িতা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বরিশালে বিউটিফিকেশনের ওপর একটি কোর্সে অংশ নেয় সে। সেখান থেকে ১০ দিনের প্রশিক্ষণ থেকে বর্তমানে বাড়িতে একটি ঘরে নিজেই একটি স্যালন খুলেছে। আয়ও হচ্ছে ভালোই। স্বাবলম্বী তো হচ্ছেই, পাশাপাশি হয়ে উঠছেন ক্ষুদ্র উদ্যোক্তা।
‘সবসময় ভাবতাম আমাকে এগিয়ে যেতে হবে। করোনার সময় লেখাপড়ায় দুই বছরের বিরতি পড়ে। পরীক্ষা হচ্ছিল না। খুব বিষণ্ণ হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল এমন কী করা যায়, যাতে অর্থ উপার্জন করতে পারি। তখনই ভাবলাম সাজাতে পছন্দ করি আমি। তাহলে একেই পেশা হিসেবে গ্রহণ করি’- বলছিলেন পরশ মণি।
‘উজ্জ্বলা সম্পর্কে আগে থেকে জানলেও কখনো সৌভাগ্য হয়নি এখানে কোর্স করার। ২০২৩ সালেই প্রথম এখানে কোর্স করা। উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীন ম্যামের কাজ টেলিভিশনে দেখতাম। পত্র-পত্রিকায় পড়তাম। তার ফেসবুক পেইজ থেকেই প্রথমে উজ্জ্বলা সম্পর্কে জানা’ বলেন পরশ মণি।

উজ্জ্বলা আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে জানিয়ে পরশ মণি বলেন, ‘এখান থেকে কোর্স করার আগে আমি ভাবতে পারছিলাম না, কী করবো, কীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবো। উজ্জ্বলা থেকে কোর্স করার পর আত্মকর্মসংস্থান সৃষ্টির বিষয়ে ভালোভাবে জানতে পেরেছি এবং কাজের বিষটিতেও আমি আত্মবিশ্বাসী হয়েছি; স্বনির্ভরতার পথে আরো এগিয়ে যাচ্ছি।’
‘আমার পরিবার আমার মাথার ভেতর ঢুকিয়ে দিয়েছিল যে মেয়েরা কিছুই পারবে না। এতে আমি অনেক কষ্ট পাচ্ছিলাম। তবে এই কোর্সটির পর আমি বুঝতে পারি, নারী নিজেকে প্রমাণ করতে পারে, আয় করতে পারে। এটি বোঝার পর আমার মনে হয়েছে, আমি টাকা আয় করবো। পরিবারকে সহযোগিতা করবো। ভবিষ্যতে নিজের স্যালনটা বড় করতে চাই। বিউটিফিকেশনে আরো কিছু কোর্স করে মানুষকে ভালোভাবে সেবা দেওয়া আমার আশা।’
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৭১তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/UjjwalaBD
https://www.instagram.com/UjjwalaBD/
ফোন : ০১৩২৪৭৩৪১৫৭