সাতকাহন২৪.কম ডেস্ক
কথায় রয়েছে, আগে দর্শনধারী। পরে গুণবিচারী। কথাটা সেকেলে হলেও, এই যুগেও এর চল রয়েছে। আর তাই তো মেধার পাশাপাশি স্মার্ট পোশাকের বিষয়টিতে গুরুত্ব দিতে বলে ক্যারিয়ার এক্সপার্টরা।
আর স্মার্ট পোশাকের ক্ষেত্রে রঙের নির্বাচন কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। জায়গা বুঝে সেই অনুযায়ী পোশাক পরাও জরুরি। তবে কিছু বিশেষ রঙ রয়েছে যেগুলো সহজেই নজর কাড়ে। বিশেষ করে ডেটে গেলে এসব পোশাক প্রিয় মানুষটিকে আপনার প্রতি আরো আকৃষ্ট করবে। এ রকম কয়েকটি রঙের কথা জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট গুডল্যাগ।
লাল
লালকে মোহবিষ্ট ও গভীর আসক্তির রং বলা হয়। এই রঙটি পুরুষকে ভীষণভাবে আকৃষ্ট করে। আর মনোবিজ্ঞানীরা বিভিন্ন গবেষণাতে এর প্রমাণও পেয়েছে। তাই সম্পর্ক বিশেষজ্ঞদের মত, প্রথম ডেটে গেলে অবশ্যই লাল পরুন। এতে আপনার আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বও ফুটে উঠবে।
গোলাপি
ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে, ‘পিংক টু মেক দ্যা বয়েস ইউঙ্ক’। অর্থাৎ ছেলেদের চোখ আটকে দিতে গোলাপির জুরি নেই। গোলাপি হলো ভীষণরকম তারুণ্যদ্বীপ্ত, মেয়েলি ও প্রেম জাগানিয়া একটি রং। পাশাপাশি এটি ভীষণ মিষ্টিও। পোশাকে লাল ও গোলাপির সমন্বয় কিন্তু বেশ আকৃষ্ট করবে প্রিয় মানুষটিকে।
কালো
কালো রহস্যে ঘেরা রং। বিশেষজ্ঞদের মতে, এই রঙের পোশাক পুরুষকে নারীর প্রতি জানার আগ্রহ বাড়ায়। একটি কালো রঙের জর্জেট শাড়ি বা সালোয়ার কামিজ আপনাকে যেমন আকর্ষণীয় করবে, তেমনি দ্রুতই অন্যের চোখকে আকৃষ্ট করবে।