Sunday, February 16, 2025
spot_img
Homeস্বাস্থ্যকাহননারী স্বাস্থ্যনারীর প্রস্রাব ধরে রাখতে না পারার কারণ

নারীর প্রস্রাব ধরে রাখতে না পারার কারণ

সাতকাহন২৪.কম ডেস্ক

অনিচ্ছাকৃতভাবে প্রস্রাব ঝরা বা প্রস্রাব ধরে রাখতে না পারা নারী দেহের একটি প্রচলিত সমস্যা। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ফিমেল ইউরিনারি ইনকনটিনেন্স বলে। গ্রাম ও শহরের বিভিন্ন বয়সের নারী এ সমস্যা ভোগেন। তবে অনেকেই লজ্জার কারণে চিকিৎসা থেকে পিছিয়ে যান।

ধরন ও কারণ
# স্ট্রেস ইনকনটিনেন্স
কোনো কারণে তলপেটে চাপ বাড়লে প্রস্রাব ঝরতে পারে। যেমন : হাঁচি, কাশি, হাসি, লাফঝাঁপ, ভারী কিছু তোলা ইত্যাদি। সাধারণত মধ্যবয়সী নারী, যাদের একাধিক সন্তান রয়েছে, তাদের পেলভিক ফ্লোর মাসল দুর্বল হয়ে যাওয়ার কারণে প্রস্রাব ধরে রাখতে সমস্যা হয়। এ ছাড়া মেনোপজ-পরবর্তী সময়ে বয়স্ক নারীর হরমোন কমে যাওয়ার কারণে এসব মাংসপেশি দুর্বল হয়ে যেতে পারে। এতে প্রস্রাব ধরে রাখতে সমস্যা হয়।

# আর্জ ইনকনটিনেন্স
প্রস্রাবের তীব্র চাপ, যা আটকে রাখা যায় না এবং টয়লেটে যাওয়ার আগেই কাপড় ভিজে যায়। এ জন্য রোগী ঘন ঘন টয়লেটে যেতে বাধ্য হয়।

মূত্রথলির স্নায়বিক সমস্যার কারণে অল্প প্রস্রাব জমলেই তীব্র চাপ হয়, যা আটকে রাখতে অসুবিধা হয়। অল্প ও মাঝবয়সী নারীরা এ সমস্যায় বেশি ভোগেন।

# মিক্সড ইনকনটিনেন্স
স্ট্রেস ও আর্জ দুই প্রকার লক্ষণই এর মধ্যে মিলিতভাবে থাকে। কারও মধ্যে দুটোর যেকোনো একটি বেশি থাকে। যে লক্ষণটি বেশি প্রকট, তার চিকিৎসা করা হয়।

# টোটাল ইনকনটিনেন্স
এ রোগে প্রস্রাবে কোনো চাপ থাকে না, সারাক্ষণই প্রস্রাব ঝরতে থাকে। এর প্রধান কারণ মূত্রথলি ও যোনীপথের মাঝখানের ফিস্টুলা। প্রসবজনিত বা পেলভিক অপারেশন-পরবর্তী জটিলতার কারণে এ সমস্যা হতে পারে। ফিস্টুলার আকার ছোট হলে অল্প প্রস্রাব ঝরবে, আকার বড় হলে বেশি ঝরবে।

এ ধরনের রোগ লোকলজ্জার জন্য সঠিক চিকিৎসা পায় না। তবে এসব রোগের সুচিকিৎসা রয়েছে। তাই সচেতন হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সূত্র : ওয়েবএমডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments