সাতকাহন২৪.কম ডেস্ক
ছোটবেলায় মা মারা যায় ফরিদা আক্তার সুইটির। ইন্টারমিডিয়েট পড়ার সময় বিয়ে দিয়ে দেওয়া হয় তাকে। বিয়ের পর জানতে পারেন, স্বামী তেমন লেখাপড়া করেনি। স্বামীর পরিবারও শিক্ষিত নয়। তবে সুইটি লেখাপড়া ছাড়েনি। সব প্রতিকূলতার ভেতরে ডিগ্রি পাশ করেন।
এরপর উজ্জ্বলা থেকে বিউটিফিকেশনের ওপর প্রশিক্ষণ নিয়ে বর্তমানে ফ্রি ল্যান্সিং কাজ করছে সে। ফ্রি ল্যান্সার হয়ে নিজেকে করেছেন স্বাবলম্বী। উজ্জ্বলা থেকে করা বিউটিফিকেশনের এই কোর্স তাঁর জীবন আমূল পরিবর্তনে সাহায্য করেছে। সুইটি জানান, কখনো কোনো ভালো কাজে শ্বশুড় বাড়ির তেমন সহযোগিতা পাইনি। সবসময় যেন তারা আমার পা আটকে রেখেছে। আমাকে আগাতে দেয়নি। তবে আমার মনে হয়েছিল নিজের পায়ে দাঁড়াতে হবে। লেখাপড়া শিখেছি। একে কাজে লাগাতে হবে। এরপর একটি এনজিওতে চাকরি শুরু করি। তবে চাকরি ও সংসার সামলানো বেশ কঠিন হয়ে যাচ্ছিল। এই সময় চাকরি ছেড়ে সেলাইয়ের কাজ শুরু করি। এই কাজটি আগে থেকে জানা ছিল। এরপর আসে সেই সুর্বণ সুযোগ। জয়িতা ফাউন্ডেশন ও উজ্জ্বলার যৌথ উদ্যোগে ১০দিনব্যাপী বিউটিফিকেশনের ওপর বিনামূল্যে কোর্সের সুযোগ পাই। আমার মনে হয়েছিল, যে করেই হোক কোর্সটি করতে হবে। এটি সরকারের অত্যন্ত ভালো একটি উদ্যোগ ছিল।’
‘এই কোর্সে সাজের অনেক খুঁটিনাঁটি জানতে পারি। কোর্সটি আমার আত্মবিশ্বাস বাড়াতে, আমার দক্ষতা উন্নয়নে অনেক সাহায্য করে। এটি শেষে বর্তমানে আমি ফ্রি ল্যান্সিং করছি। বর্তমানে বাসায় ফেসিয়াল সহ সব ধরনের কাজ করছি। আমার মাসিক আয় হয় ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা’- বলছিলেন সুইটি।
আসলে এই সমাজ মেয়েদের এগিয়ে যেতে পদে পদে বাধা দেয়। লেখাপড়া শেখার সময়, চাকরি করার সময়- আমাকে বার বার বাধার মুখোমুখি হতে হয়েছে। কেউ আমাকে সাহায্য করেনি। আমার সবসময় মনে হয়েছে, কেন অবলা নারীর মতো আমি এই শারীরিক, মানসিক নির্যাতন সহ্য করবো ? আমি বেরিয়ে এসেছি সেই অন্ধকূপ থেকে। শিক্ষা ও কর্ম আমাকে মানুষ হিসেবে আলোকিত করেছে। আর আমার এই পথচলার পথে সহযোগিতা করেছে উজ্জ্বলা ও জয়িতা ফাউন্ডেশন- জানান সুইটি।
ভবিষ্যতে আমি একটি স্যালন খুলতে চাই আশা প্রকাশ করে সুইটি বলেন, ‘আরো ১০টা মেয়ের স্বাবলম্বী হওয়ার পথে কাজ করতে চাই। মেয়েদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়টা খুব জরুরি। না হলে কখনো নারীমুক্তি আসবে না।’
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিল ৭৭তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/UjjwalaBD
https://www.instagram.com/UjjwalaBD/
ফোন : ০১৩২৪৭৩৪১৫৭