সাতকাহন২৪.কম ডেস্ক
আফরোজা পারভীন বাংলাদেশের বিউটি ইন্ডাসট্রিতে অত্যন্ত পরিচিত এক মুখ। বিউটি ও গ্রুমিং বিশেষজ্ঞ এবং সফল উদ্যোক্তা হিসেবে প্রায় ২০ বছর ধরে এই ইন্ডাসট্রিতে সফলভাবে কাজ করছেন তিনি।
আফরোজা পারভীন সৌন্দর্য পরামর্শক হিসেবে কাজ করছেন ডিবিসি নিউজ ও কালারস এফএম-এ। এ ছাড়া দেশের বিভিন্ন মিডিয়াতে রূপ বিশেষজ্ঞ হিসেবে নিয়মিত তাঁর পরামর্শ প্রচার ও প্রকাশিত হয়। বাংলাদেশের চুয়াডাঙা জেলার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আফরোজার পারভীন তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৪ সালে আইডিএলসি সম্মাননা পান। এ ছাড়া অনুপ্রেরণামূলক পরিবর্তনের জন্য এমজিএইচ গ্রুপ এবং কর্মক্ষেত্রে সফল নারী হিসেবে বেসিস- এর কাছ থেকে সম্মাননা পেয়েছেন।
তিনি তৈরি করেছেন দেশের বড় ও সফল গ্রুমিং এন্টারপ্রাইজ ‘রেড বিউটি স্টুডিও ও স্যালন’। এটি তাঁর সফল উদ্যোগগুলোর ভেতরে একটি। প্রতিষ্ঠানটি বড় হওয়ার পেছনে রয়েছে আফরোজা পারভীনের একনিষ্ঠতা ও অধ্যাবসায়। তিনি জানান, আমার প্রথম ব্যবসা রেড বিউটি স্যালুন। ২০০৮ সালে শুরু করি এটি। প্রতিষ্ঠানের মালিক মেয়ে হবে, বিষয়টিকে সমাজ আসলে সহজভাবে মেনে নিতে পারে না। রেড নিয়ে কাজ করতে গিয়ে শুরুতে অনেক ঝক্কি পোহাতে হয়েছে। নারী মালিক- এমন কোনো প্রতিষ্ঠানের কাছে বাড়িওয়ালারা ভাড়া দিতে চাইতো না। আমাকে শুরুর দিকে তিনটি বাড়ি পাল্টাতে হয়। অফিস ভাড়ার জন্য বাড়িওয়ালাকে বুঝাতে হয়েছে। বর্তমানে ‘রেড’ বাংলাদেশে একটি অন্যতম বিউটি স্যালন হিসেবে পরিচিতি পেয়েছে।’

এ ছাড়া আফরোজা পারভীন বিউটি প্রশিক্ষণ কেন্দ্র ‘উজ্জ্বলা’র সহ প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে নারী উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা। নতুন প্রজন্মের নারী ও পুরুষ যেন বিশ্বমানের ‘বিউটি অ্যান্ড গ্রুমিং’ শিখে নিজেরাই উদ্যোক্তা হয়ে উঠতে পারে, সেই চিন্তা থেকে ২০১৭ সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। আফরোজা পারভীন বলেন, ‘উজ্জ্বলা আসলে একটি সামাজিক উদ্যোগ। এটি বিউটি ও গ্রুমিং সেক্টরে নারী ও পুরুষকে সমানতালে প্রশিক্ষণ দেয় এবং উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা করে। উজ্জ্বলার বিভিন্ন কোর্স করার মাধ্যমে নারীরা নিজেদের দক্ষতা বাড়াতে পারছে এবং দেশীয় অর্থনীতিতে অবদান রাখছে। তরুণ শক্তিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।’
একজন ব্যক্তি দক্ষ বিউটি আর্টিস্ট হতে পারলে দেশ ও বিদেশে তার ব্যাপক চাহিদা থাকে। আমাদের দেশে এই সেক্টরে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ কম। ভালো মানের প্রতিষ্ঠানগুলোতে খরচ অনেক বেশি। অনেকের পক্ষেই সেই সুযোগ গ্রহণ করা সম্ভব হয় না। তবে উজ্জ্বলা থেকে আমরা স্বল্প খরচে মেকআপের বেসিক থেকে অ্যাডভান্স কোর্সগুলো করিয়ে থাকি। কিস্তিতে টাকা দেওয়ারও ব্যবস্থা রয়েছে। পাশাপাশি উজ্জ্বলায় রয়েছে হোস্টেল। দেশের যেকোনো প্রান্ত থেকে এসে শিক্ষার্থীরা এখানে কোর্স করতে পারে। এ ছাড়া আমরা পুরুষদেরও বিউটি আর্টিস্ট হিসেবে প্রশিক্ষণ দিই। অন্যান্য অনেক জায়গায় সেই সুবিধাগুলো নেই। একজন শিক্ষার্থীকে কেবল শিখিয়ে দিয়েই ছেড়ে দেওয়া হয় না। তাকে ফলোআপ করা হয়। উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা করি আমরা- জানান তিনি।

পেশাদার অর্জনের বাইরেও আফরোজা বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রেখে যাচ্ছেন। তিনি বিউটি সার্ভিস ওউনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- এ যুক্ত ছিলেন। তিনি বিডাব্লিউসিসিআই- এর পরিচালক এবং নতুন প্রজন্ম উন্নয়ন উদ্যোক্তা-এর পরিচালক হিসেবে যুক্ত রয়েছেন। তিনি রঁদেভু ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটি মেম্বার। পাশাপাশি যুক্ত রয়েছেন এসএমই ফাউন্ডেশন বাংলাদেশের একজন বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে।

কেবল একার জন্য নয়, আফরোজা পারভীন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন অগণিত নারীর জন্য। তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি হাজার হাজার নারীকে বিউটি প্রশিক্ষণ দিয়ে করে তুলছেন স্বাবলম্বী।তিনি বলেন, ‘আমি নারীর পাশে শক্তি হয়ে দাঁড়াতে চাই। আমি একজন মা, আমার মতো এ রকম আরও মা-মেয়ে রয়েছেন, যারা সমাজে ভীষণ লড়াই করছেন। একজন মেয়ের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটা খুব জরুরি। এখানে শক্ত হয়ে দাঁড়াতে পারলে মানসিক স্বাধীনতাও আসবে।’
আফরোজা পারভীন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টের ওপর অনার্স করেন। এ ছাড়া তিনি এমএসি ইন্সটিটিউট (বেঙালুর, ভারত) থেকে মেকআপের ওপর ডিপ্লোমা করেন। তিনি একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনারও।