Tuesday, October 8, 2024
spot_img
Homeঅন্যান্যদুর্গাপূজায় ফ্যাশন হাউজ সাতকাহন- এর আয়োজন

দুর্গাপূজায় ফ্যাশন হাউজ সাতকাহন- এর আয়োজন

সাতকাহন২৪.কম ডেস্ক

হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আশ্বিন ও কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দুর্গাপূজা পালন করা হয়। দুর্গাপূজায় এবারে সাতকাহন-এর পোশাকে রয়েছে বিশেষ ও বৈচিত্র্যময় আয়োজন।

ছবি : ফ্যাশন হাউজ সাতকাহন
ছবি : ফ্যাশন হাউজ সাতকাহন

সুনিপুণ শৈলীর প্রতিফলন এবারও রয়েছে সাতকাহনের দুর্গাপূজা সংগ্রহে। এবারের পূজার পোশাকে নকশার উৎস হয়েছে বাংলার চিরচেনা ‘প্রকৃতি’। পোশাকের ভেতর রয়েছে শাড়ি, পাঞ্জাবি, সিঙ্গেল কামিজ। সাতকাহন-এর পোশাকে মূলত প্রাধান্য দেওয়া হয় রঙের। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। প্রায় সব ধরনের উজ্বল রং, যেমন- লাল, সাদা, কমলা, নীল ইত্যাদির রয়েছে বর্ণিল ব্যবহার। ব্লক, স্ক্রিন- প্রিন্ট, হ্যান্ডপেইন্টিং, টাই-ডাই, হ্যান্ড এমব্রয়ডারি, কারচুপি ইত্যাদি ব্যবহার করে ভিন্ন ভিন্ন নান্দনিক রূপ দেওয়া হয়েছে পোশাকে।

পোশাকের মূল উপকরণ কাপড় তৈরি হয়েছে টাঙ্গাইল, মানিকগঞ্জ, নরসিংদী, মিরপুর, উওরা, কুমিল্লা ইত্যাদি বিভিন্ন স্থানে। নিজস্ব তাঁতে বোনা কাপড়ের বুননেও আনা হয়েছে নতুনত্ব। তাঁতের বুননে তৈরি এক্সক্লুসিভ শাড়ির পাশাপাশি হাফসিল্ক, ধুপিয়ান- এর শাড়িতে বিভিন্ন কাজ করা হয়েছে।

ছবি : ফ্যাশন হাউজ সাতকাহন
ছবি : ফ্যাশন হাউজ সাতকাহন

দীর্ঘ ৯ বছরের ধারাবাহিকতা বজায় রেখে সৃষ্টিশীল ভাবনায় বাংলার ঐতিহ্যকে প্রতিনিয়ত তুলে ধরা হচ্ছে পোশাকের নকশায়। দুর্গাপূজাকে কেন্দ্র করে বিশেষ পোশাক প্রদর্শনী চলছে সাতকাহনের উওরা ও বসুন্ধরা শো-রুমে। কেনা যাবে ফেসবুক থেকে https://www.facebook.com/ShatkahonSharee । এ ছাড়া সরাসরি ফোন 1717-466896 করে অর্ডার করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments