সাতকাহন২৪.কম ডেস্ক
কর্মব্যস্ত একটি দিন কাটানোর পর ভালো একটা গোসল প্রশান্তি আনে। আর তা দুধ দিয়ে হলে তো কথাই নেই। স্বস্তির পাশাপাশি, সতেজও লাগবে।
দুধের মধ্যে রয়েছে ল্যাকটিক এসিড। এটি মৃতকোষ দূর করে ত্বককে মসৃণ ও প্রাণবন্ত করে। এ ছাড়া মিল্ক বাথ বা দুধ দিয়ে গোসল ত্বকের জেল্লা বাড়াতেও কার্যকর। এই গোসলের কিছু নিয়ম জানিয়েছে জীবনধারা বিষয়কওয়েবসাইট ফেমিনা।
এই গোসলের রয়েছে তিনটি ধাপ। ক্রিম মাখা, স্ক্রাবার ব্যবহার ও গোসল।
১. প্রথমে দুই কাপ কাঁচা দুধের সঙ্গে চারটি লেবুর রস মিশিয়ে দেহে মাখুন।
২. এবার লেবুর খোসা কুচি করে চিনি, দুধ বা ঘিয়ের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে হবে। গোসলের আগে ২০ থেকে ২৫ মিনিট এটি ব্যবহার করুন।
৩. গোসলের জন্য দুধের সঙ্গে লেবুর তেল বা লেমন ওয়েল মিশিয়ে জ্বাল দিন। তবে বেশিক্ষণ দেবেন না। এতে দুধ ফেটে যেতে পারে। স্ক্রাব করা শেষে জ্বাল দেওয়া দুধ মিশ্রিত পানি দিয়ে গোসল করে নিন।