সাতকাহন২৪.কম ডেস্ক
খোঁচা খোঁচা হোক আর চাপ- দাড়ির এক অন্য রকম সৌন্দর্য আছে। তবে দাড়ি রাখার ঝক্কি কিন্তু কম নয়। ঠিকঠাকমতো পরিষ্কার না করলে বা যত্নের অবহেলায় এটি বাড়তি ঝামেলা হয়ে পড়ে। অপরিষ্কার দাড়ি থেকে হতে পারে চুলকানি, র্যাশ। আর বারবার চুলকাতে থাকলে যত সুন্দরই হোক, স্বস্তি দেয় না। দাড়ির চুলকানি কমাতে কিছু ঘরোয়া উপায় মেনে দেখতে পারেন। উপায়গুলো বাতলেছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট মেডিকেল নিউজ টুডে।
১. পরিষ্কার রাখুন
ধুলা-ময়লা থেকে রেহাই পেতে নিয়মিত মুখ ও দাড়ি ধোয়ার বিকল্প নেই। দাড়ি ভালো রাখতে ত্বক যেন তেলতেলে না হয়, সেদিকে নজর দিতে হবে। নিয়মিত হালকা গরম পানি ও ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন।
২. গোসল প্রতিদিন
গোসলে অনীহা? তাহলে তো দাড়ি ভালো রাখা সম্ভব নয়। প্রতিদিন নিয়ম করে গোসল করতে হবে। তবে তীব্র গরম পানি ব্যবহার এবং বেশিক্ষণ গোসল দাড়ির কিন্তু বারোটা বাজাবে।
৩. কন্ডিশনিং করুন
দাড়ি ক্লিনজার দিয়ে ধোয়ার পর কন্ডিশনিং করুন। এতে নরম লাগবে। এ ক্ষেত্রে জোজবা বা অরগান তেল ব্যবহার করতে পারেন।
৪. বড় হতে দিন
বড় করার ইচ্ছে থাকলে বারবার দাড়ি ছাঁটবেন না। বেশি ছাঁটা কিন্তু চুলকানি বাড়াবে।
৫. শুষ্কতা
ত্বক শুষ্ক থাকলে চুলকানি বাড়ে। বেশি ক্ষারীয় সাবান, খুব গরম পানির ব্যবহার, আবহাওয়ার পরিবর্তন, ত্বক বেশি তেল তৈরি করতে না পারা ইত্যাদি শুষ্কতার কারণ। এসব বিষয়ে খেয়াল রাখুন।
এসব ঘরোয়া উপায়ে সমাধান না হলে চিকিৎসকের কাছে কিন্তু যেতে হবে। এ ক্ষেত্রে চিকিৎসকরা সাধারণত ল্যাকটিক অ্যাসিড ও ইউরিয়াসমৃদ্ধ অয়েনমেন্ট দিয়ে থাকেন।