Monday, December 9, 2024
spot_img
Homeস্বাস্থ্যকাহনচিকিৎসা চাইদাঁতের স্কেলিং কেন জরুরি?

দাঁতের স্কেলিং কেন জরুরি?

ডা. সানজিদা হোসেন পাপিয়া

চেম্বারে আসলে অনেক রোগীই আমাকে কিছু সমস্যার কথা বলে। এর মধ্যে যে দুটো সমস্যার কথা বেশি শুনতে হয়, তা হলো- মাড়ি থেকে রক্ত পড়া এবং মুখে দুর্গন্ধ। এই দুটো রোগেরই অন্যতম প্রধান কারণ হলো দাঁতে জমা ক্যালকুলাস বা ডেন্টাল স্টোন (দাঁতের পাথর)।

অনেক সময় দাঁত ও মাড়ির সংযোগস্থলে খাবার লেগে থাকে। নিয়মিত ব্রাশ করলে বা যত্ন নিলে এগুলো দূর করা যায়। তবে সবসময় এসব খাবার দূর করা সম্ভব হয় না। ধীরে ধীরে এই নরম খাবারগুলো শক্ত হয়ে প্লাকে পরিণত হয়। সেই প্লাক দীর্ঘসময় জমে থাকতে থাকতে ক্যালকুলাস বা পাথর হয়ে যায়। কেবল ব্রাশ করার মাধ্যমে এগুলো কোনোভাবেই দূর করা সম্ভব নয়। অনেক বছর ধরে এগুলো জমতে জমতে এমন অবস্থা হয় যে মাড়ি দিয়ে রক্ত আসে, মাড়ি ফুলে যায়, ব্যথা করে। এই পাথর দূর করার জন্য চিকিৎসা বিজ্ঞানে যেই পদ্ধতি অনুসরণ করা হয়, সেটি হলো ডেন্টাল স্কেলিং।

মুখে দুর্গন্ধ, মাড়ি দিয়ে রক্ত পড়া, মাড়ির প্রদাহ ইত্যাদি সমস্যা হলে অবশ্যই একজন রেজিস্ট্রার ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে। তিনি যদি মনে করেন দাঁতের পাথরের কারণে এ ধরনের সমস্যা হচ্ছে, তাহলে স্কেলিং করা জরুরি।

সাধারণত ছয় মাস থেকে এক বছর পর পর স্কেলিং করতে হয়। এতে মাড়ির রোগগুলো প্রতিরোধ করা যায়। তবে যাদের মুখের লাল ঘন থাকে, তাদের ক্ষেত্রে তাড়াতাড়ি স্কেলিং করার পরামর্শ দেওয়া হয়। কেননা, তাদের ময়লা জমার প্রবণতা বেশি থাকে এবং ময়লা থেকে পাথর হওয়ার প্রবণতাও বেশি হয়। তাদের ক্ষেত্রে ছয় মাস পর পর স্কেলিং করতে হতে পারে। না হলে এক বছর পর পর স্কেলিং করলেও হয়। তবে এটি অবশ্যই নির্ভর করবে মুখ ও দাঁতের পাথর জমার অবস্থার উপর।

লেখক
কনসালটেন্ট ডেন্টাল সার্জন
ডিকেএমসি হসপিটাল লিমিডেট, নারায়ণগঞ্জ
ফোন : ০১৯৭১৬০০১১২, ০১৯৭১৬০০১১৩
চেম্বার : অনামিকা ডেন্টাল , ২/১ মধ্য বাসাবো, টেম্পুস্ট্যান্ড, ঢাকা ১২১৪
ফোন : ০১৯৩৩১৩৩৪৮৬

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments