সাতকাহন২৪.কম ডেস্ক
থাইরয়েডকে এনড্রোক্রাইন গ্রন্থি বলা হয়। মানুষের গলার সামনে এর অবস্থান। এই গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন বের হয়। এই হরমোন দেহের সব রেচন প্রক্রিয়ায় সহযোগী হিসেবে কাজ করে।
দেহ সুস্থ রাখতে থাইরয়েড গ্রন্থি ভালো থাকা জরুরি। কিছু লক্ষণ রয়েছে, যেগুলো দেখলে বোঝা যাবে থাইরয়েডের সমস্যা হচ্ছে। আসুন, জানি সেগুলো।
ওজন বাড়া-কমা
হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া থাইরয়েডের সমস্যার লক্ষণ। থাইরয়েড হরমোনের নিঃসরণ কমে গেলে একে হাইপোথাইরয়েডিজম বলে। এ সমস্যায় ওজন বাড়ে। অপরদিকে হরমোনের নিঃসরণ বেড়ে গেলে, অর্থাৎ হাইপারথাইরয়েডিজম হলে ওজন কমে যাওয়ার আশঙ্কা থাকে। সুতরাং হঠাৎ এ ধরনের সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
হঠাৎ চুল বেশি পড়া
দৈনিক ১০০ চুল পড়া স্বাভাবিক। তবে এর বেশি পড়লে দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া জরুরি। হঠাৎ চুল বেশি পড়া কিন্তু থাইরয়েডের সমস্যার লক্ষণ। থাইরয়েড হরমোনের নিঃসরণ বেড়ে গেলে এই সমস্যা হতে পারে।
উদ্বেগ ও বিষণ্ণতা
আপনার কি উদ্বেগ, বিষণ্ণতা বা প্যানিক ডিজঅর্ডারের সমস্যা রয়েছে? থাইরয়েড হরমোনের সমস্যার কারণেও অনেক সময় এসব হয়। তাই এ ধরনের অসুবিধায় দীর্ঘদিন ভুগলে হরমোন পরীক্ষা করান।