Friday, June 9, 2023
Homeজীবনের খুঁটিনাটিঘরদোরতেলাপোকা তাড়ানোর ২ কার্যকর উপায়

তেলাপোকা তাড়ানোর ২ কার্যকর উপায়

ফিচার ডেস্ক
তেলাপোকার উপদ্রব খুবই অস্বস্তিকর। ঘরে তেলাপোকা থাকলে অ্যাজমা, অ্যালার্জির মতো বিভিন্ন অসুখও বাড়ে। তবে কয়েকটি উপায়ে খুব সহজে ঘর থেকে দূর করতে পারেন তেলাপোকা। তেলাপোকা তাড়ানোর উপায় জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট লিভসে্পস।

১. তেজপাতার গন্ধ তেলাপোকার কাছে বিষের মতো। তেলাপোকা না মারলেও দূর করতে কাজ করবে তেজপাতা। কয়েকটি তেজপাতা গুঁড়া করুন। এরপর ঘরের আনাচে-কানাচে ছড়িয়ে দিন।

২. তেলাপোকা তাড়ানোর অনেক পদ্ধতি থাকলেও কার্যকর ও সহজ পদ্ধতি হলো সাবান ও পানি মিশ্রণ। এ ক্ষেত্রে যেকোনো গায়ে মাখার সাবানের সঙ্গে পানি মিশিয়ে ঘরের আনাচে-কানাচে স্প্রে করে দিন। এতে তেলাপোকার সমস্যা সমাধান হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments