সাতকাহন২৪.কম ডেস্ক
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে। ডেঙ্গু হলে সবচেয়ে জটিল যে সময়টি আসে, তা হলো প্লাটিলেট কমে যাওয়া। প্লাটিলেট কমে গিয়ে র্যাশ বা ত্বকের লাল ছোপ ছোপ দাগের পাশাপাশি বিশেষ ধরনের রক্তক্ষরণ দেখা দিলে তাকে হেমোরেজিক ডেঙ্গু বলে।
অনেকের ধারণা, প্লাটিলেট বাড়াতে পেঁপে পাতার রস খাওয়া ভালো। তবে আসলেই কি তাই? রক্তরোগ বিশেষজ্ঞ ডা. গুলজার হোসেন উজ্জ্বল বলেন, ‘ডেঙ্গুতে পেঁপে পাতার রস খেলে প্লাটিলেট বাড়বে, এমন কোনো তথ্য বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি। ডেঙ্গু হলে প্লাটিলেট একটি নির্দিষ্ট সময় পর এমনিতেই বাড়ে। বিশেষ করে সেটি ষষ্ঠ বা সপ্তম দিন থেকে।’

ডেঙ্গুতে অনেক সময় লিভার আক্রান্ত হয় জানিয়ে ডা. গুলজার হোসেন উজ্জ্বল বলেন, ‘এই সময় বরং পেঁপে পাতার রস খেলে বাড়তি ঝুঁকি তৈরি হতে পারে।’ ডেঙ্গু হলে যেকোনো অবৈজ্ঞানিক চিকিৎসা গ্রহণ থেকে দূরে থাকুন। এই সময় আতঙ্ক নয়, সতর্ক থাকার পরামর্শ তাঁর।