সাতকাহন২৪.কম ডেস্ক
ডেঙ্গুতে অনেক ধরনের লক্ষণের ভেতর র ্যাশ একটি। তবে একে পার্শ্ব লক্ষণ হিসেবেই চিহ্নিত করা হয়। র ্যাশ কয়েকভাবে প্রকাশ পায়। প্রথম দিকে মুখ, গলা ও বুকের ওপরের দিকে লাল হয়। এর পরে হাত ও পা লালচে হওয়ার আশঙ্কা থাকে। একে ম্যাকুলোপ্যাপুলার র ্যাশ বলে। এটি সারা দেহে ছড়ায়। এ ক্ষেত্রে চুলকানি ও জ্বালাপোড়া হতে দেখা যায়।
হেমোরেজিক ডেঙ্গুতে পেটেকিয়াল র ্যাশ হয়। এ সময় চামড়ার তলায় গাঢ় লাল, পরে কালচে হতে দেখা যায়। হেমোরেজিক ডেঙ্গুতে ত্বকের নিচের রক্তপাত হওয়ার কারণে এই বিষয়টি ঘটে। ডেঙ্গুতে র ্যাশ প্রতিরোধে করণীয় বিষয়ে জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ওয়েবএমডি।
করণীয়
- ডেঙ্গুর প্রভাব সারতে থাকলে র ্যাশও কমে আসে। বেশি চুলকানি ও জ্বালাপোড়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করা যেতে পারে।
- ডেঙ্গু প্রতিরোধে মশারি টাঙানো জরুরি। চারপাশ পরিষ্কার- পরিচ্ছন্ন রাখতে হবে।
- ফুল স্লিভ পোশাক পরুন। বেশিদিন কোনো পাত্রে বা বাথটাবে পানি জমিয়ে রাখবেন না। এতে মশা জন্মায়।
- পাশাপাশি মসকিউটো রিপেলেন্ট ক্রিম ব্যবহার করতে হবে।