সাতকাহন২৪.কম ডেস্ক
রক্তে গ্লুকোজের বা সুগারের মাত্রা বেড়ে যাওয়া হলো ডায়াবেটিস। ডায়াবেটিসের প্রধান দুটো ধরন রয়েছে। টাইপ ওয়ান ও টাইপ টু। এ ছাড়া আরো অপ্রচলিত ধরন পাওয়া যায়। রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে কিছু লক্ষণ দেখা দেয়। ডায়াবেটিসের লক্ষণের বিষয়ে জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ডায়াবেটিস ইউকে। এগুলো দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ঘন ঘন প্রস্রাব ও পিপাসা
ঘন ঘন প্রস্রাব হওয়া ডায়াবেটিসের একটি অন্যতম লক্ষণ। যেহেতু ডায়াবেটিস হলে রক্তে সুগারের মাত্রা বেড়ে যায়, তাই শরীর একে কমিয়ে আনতে সক্রিয় হয়ে উঠে। তখন প্রস্রাবের মাধ্যমে শরীর এই সুগারকে বের করে। ফলাফল স্বরূপ, ঘন ঘন প্রস্রাব হয়। এ ছাড়া বার বার পিপাসা পাওয়াও এই রোগের লক্ষণ।
চুলকানি
রক্তে অতিরিক্ত সুগার থাকার কারণে ত্বকে ফাঙাস সংক্রমণের মতো সমস্যা হয়। এতে চুলকানির সমস্যা বাড়ে। এ ছাড়া ত্বক শুষ্ক হয়ে পড়তে পারে।
ক্লান্ত লাগা
ডায়াবেটিস আক্রান্ত রোগীদের কোনো কারণ ছাড়াই ক্লান্তি বা অবসাদ অনুভূত হয়। অতিরিক্ত সুগার কোষের ভেতর ঢুকে শক্তি তৈরি করতে পারে না এবং শর্করার ভারসাম্য ঠিক রাখতে পারে না। এতে ক্লান্ত লাগে। অনেক সময় বিরক্তি ও মেজাজ খিটখিটে লাগার মতো সমস্যা হয়।
ক্ষত দেরিতে সারে
ডায়াবেটিস রোগীদের ক্ষত দেরিতে সারে। রক্তের সুগারের মাত্রা বাড়ার কারণেই এমনটা ঘটে। এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
অসাড়ভাব
রক্তে সুগারের মাত্রা বাড়ার কারণে স্নায়ু দুর্বল হয়ে পড়ে। এতে দেহে অসাড়ভাব অনুভূত হয়।
ঝাপসা দেখা
অনেক সময় রোগী ঝাপসা দেখতে থাকেন। রক্তে অতিরিক্ত সুগার চোখের মণির আকার পরিবর্তন করে দিতে পারে। এতে দৃষ্টি ঝাপসা হয়ে আসে।