Monday, January 20, 2025
spot_img
Homeস্বাস্থ্যকাহনরোাগব্যাধি৮ লক্ষণ দেখলে পরীক্ষা করান ডায়াবেটিস

৮ লক্ষণ দেখলে পরীক্ষা করান ডায়াবেটিস

সাতকাহন২৪.কম ডেস্ক

ডায়াবেটিস শব্দটির সঙ্গে পরিচিত প্রায় সবাই। রোগটিকে মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেহে ইনসুলিনের অভাব হলে এবং কাজের ক্ষমতা কমে গেলে অথবা উভয়ের মিলিত প্রভাবে রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে তাকে ডায়াবেটিস বলে।

ওজন বেড়ে যাওয়া, কায়িক পরিশ্রম না করা, অস্বাস্থ্যকর খাবার খাওয়া ইত্যাদিকে ডায়াবেটিসের কারণ হিসেবে বলা যায়। ডায়াবেটিসের লক্ষণের বিষয়ে সাতকাহন২৪.কমকে জানিয়েছেন শহীদ সহোরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ, ডা. এম এ হালিম খান।  তিনি বলেন, ‘আমাদের দেশে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৫ ভাগ বা এর বেশি। টাইপ টু ডায়াবেটিসের শতকরা ৫০ ভাগ ক্ষেত্রে লক্ষণ প্রকাশিত হয় না। এই ডায়াবেটিসে ভোগা রোগী অনেক সময় জানেই না যে তার ডায়াবেটিস রয়েছে। অন্যান্য রোগের পরীক্ষা করতে গিয়ে হয়তো অনেক সময় ধরা পড়ে। তবে ডায়াবেটিস খুব বেশি হয়ে গেলে কিছু লক্ষণ দেখা দিতে পারে। এসব লক্ষণ দেখলে ডায়াবেটিস রয়েছে কি না পরীক্ষা করাতে হবে।’

লক্ষণ :
১. ঘন ঘন প্রস্রাব হবে ;
২. অতিরিক্ত ক্ষুধা পাবে ;
৩. মাত্রাতিরিক্ত পিপাসা ;
৪. ওজন কমে যাওয়া ;
৫. ক্লান্তিবোধ ;
৬. ঘা শুকাতে দেরি হওয়া ;
৭. চোখে দেখতে অসুবিধা ;
৮. যৌন ক্ষমতা কমে যাওয়া ইত্যাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments