Friday, June 9, 2023
Homeজীবনের খুঁটিনাটিটিনটেড ময়েশ্চারাইজার তৈরির ঘরোয়া উপায়

টিনটেড ময়েশ্চারাইজার তৈরির ঘরোয়া উপায়

সাতকাহন২৪.কম ডেস্ক

মেকআপের পন্য মানেই যেন ফাউন্ডেশন, কনসিলার বা কমপ্যাক্ট। তবে এর বাইরে আরো পন্য রয়েছে যেগুলো মেকআপের ধাপকে সমৃদ্ধ করতে বেশ ভালো কাজ করে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে টিনটেড ময়েশ্চারাইজারের কথা।

এই ময়েশ্চারাইজার ত্বককে আর্দ্র রেখে এমন একটি আভা তৈরি করে, যা বাড়তি সৌন্দর্য দেয়। বাজারে বহু টিনটেড ময়েশ্চারাইজার রয়েছে। তবে ঘরে বসেও এ ধরনের একটি পন্য অনায়াসে তৈরি করতে পারেন আপনি।

নিউ ইয়র্কের এস. ডাব্লিউ ব্যাসিকস-এর কর্ণধার ও ন্যাচারাল বিউটি এক্সপার্ট অ্যাডিনা গ্রিগোর এবং নিউহয়র্ক শহরভিত্তিক চর্মবিশেষজ্ঞ ড. মারসিকা গারসিকের পরামর্শ নিয়ে সৌন্দর্যবিষয়ক ওয়েবসাইট বাইরাইডডটকমে জানানো হয়েছে
কয়েক ধরনের ত্বক অনুযায়ী টিনটেড ময়েশ্চারাইজার তৈরির ঘরোয়া উপায়। আসুন জানি সেগুলো-

কালো টোনের জন্য : লবঙ্গসমৃদ্ধ টিনটেড ময়েশ্চারাইজার

লবঙ্গের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া প্রতিরোধী ও প্রদাহ প্রতিরোধী উপাদান। এই ময়েশ্চারাইজারটি ব্রণ-প্রবণ ত্বকের জন্য উপকারী। বিউটি এক্সপার্ট অ্যাডিনা গ্রিগোর জানান- এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ত্বকের জন্য ক্ষতিকর ফ্রি রেডিকেলের সঙ্গে লড়াই করে এবং তারুণ্য ধরে রাখতে উপকারী।

উপাদান
# একটি ছোট জার
# একটি চামচ
# আপনার পছন্দের কোনো ময়েশ্চারাইজার
# দুইটি লবঙ্গ গুঁড়া

যেভাবে তৈরি করবেন
১. জারের মধ্যে আপনার পছন্দের ময়েশ্চারাইজার এক টেবিল চামচ নিন।
২. এর মধ্য লবঙ্গ গুঁড়া মেশান।
৩. ভালোভাবে মেশাতে থাকুন যতক্ষণ না পর্যন্ত কাঙ্ক্ষিত রং না পাওয়া যায়।
৪. এরপর একে ত্বকে মাখুন। তবে প্রদাহ বা কোনো সমস্যা দেখা দিলে মাখা থেকে বিরত থাকুন।
৫. সমস্যা না হলে সারা মাসই মেকআপের আগে এটি ব্যবহার করতে পারেন।

মধ্যম স্কিন টোনের জন্য : কোকা পাউডার টিনটেড ময়েশ্চারাইজার

কোকা পাউডার মিডিয়াম টোনের ত্বকের জন্য ভালো। এই পাউডারের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটিও ফ্রি রেডিকেলের সঙ্গে লড়াই করে। এটি ত্বকের নমনীয়তা ধরে রাখতে উপকারী- জানান বিউটি এক্সপার্ট অ্যাডিনা গ্রিগোর।

উপাদান

# একটি ছোট জার
# একটি চামচ
# আপনার পছন্দের কোনো ময়েশ্চারাইজার
# পরিমাণমতো কোকা পাউডার

যেভাবে তৈরি করবেন
১. এক টেবিল চামচ পছন্দের ময়েশ্চারাইজার জারের মধ্যে নিন।
২. এবার এতে কোকা পাউডার মেশান।
৩. ভালোভাবে মেশান যেন দানা দানা না থাকে।
৪. এবার ত্বকের যেকোনো একটি অংশে মেখে নিশ্চিত হোন, এটা আপনার গায়ের রঙের সঙ্গে মানাচ্ছে কি না এবং কোনো পার্শ্বপতিক্রিয়া হচ্ছে কি না।
৫.পার্শ্বপতিক্রিয়া না হলে এটি ব্যবহার করতে পারেন।

হালকা স্কিন টোনের জন্য : জায়ফলযুক্ত ময়েশ্চারাইজার

ত্বকের উজ্জ্বলতা ও টোন বাড়াতে জায়ফল ব্যবহার করা হয়। পাশাপাশি এটি ত্বকের মৃতকোষ দূর করতেও উপকারী। চর্মবিশেষজ্ঞ ড. মারসিকা গারসিক বলেন, ‘এ ছাড়া এটি ব্যাকটেরিয়া ও প্রদাহ কমায়। ব্রণ প্রবণ ত্বকের জন্য এটি উপকারী।’

উপাদান
# একটি ছোট জার
# একটি চামচ
# আপনার পছন্দের কোনো ময়েশ্চারাইজার
# একটি জায় ফল গুঁড়া

যেভাবে তৈরি করবেন
১. এক টেবিল চামচ পছন্দের ময়েশ্চারাইজার ছোট জারে নিন।
২. জায়ফল গুঁড়া ময়েশ্চারাইজারের মধ্যে মেশান।
৩. ভালোভাবে মেশান যেন দানা না থাকে।
৪. এবার আগের মতোই একে ত্বকের একটি অংশে মেখে দেখুন কেমন লাগছে এবং কোনো প্রদাহ হচ্ছে কি না।
৫. অসুবিধা না হলে নিয়মিত ব্যবহার করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments