সাতকাহন২৪.কম ডেস্ক
৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো জয়সান ইয়োগা অ্যান্ড ওয়েলনেস সেন্টার। গত ১৩ মার্চ, ধানমন্ডি, ১৫ মার্চ, পান্থপথ ও ১৬ মার্চ, বনানী শাখাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনটি শাখায় প্রায় ৬০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের যোগাভ্যাসের উপকারের কথা বর্ণনা করেন। তারা জানান, যোগাভ্যাসের মাধ্যমে দীর্ঘদিনের শারীরিক ও মানসিক সমস্যা থেকে বেরিয়ে আসা গেছে। যেমন : স্থূলতা, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ইনফার্টিলিটি, দুশ্চিন্তা, অনিদ্রা ইত্যাদি। এ ছাড়া একা কেমন করে ভালো থাকতে হয়, তাও খুব ভালো করে শিখে গেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়সান ইয়োগার ১১ জন যোগ শিক্ষক। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা কুশল রায় জয় ও সঞ্চিতা সরকার বাংলাদেশে যোগের মাধ্যমে সুস্বাস্থ্য নিশ্চিত করণ, যোগ শিক্ষার প্রসার এবং এর গবেষণা মূলক কাজ এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০১৭ সালের ১৩ ই মার্চ এই সেন্টারটির যাত্রা শুরু করেন। বর্তমানে জয়সান ইয়োগায় যে সকল অল্টারনেটিভ স্বাস্থ্য বিষয়ক সেমিনার, কর্মশালা ও সার্টিফিকেট কোর্স শুরু হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো- যোগ প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স, আয়ুর্বেদিক নিউট্রিশন কোর্স, জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র বা ফেংসুই, আকুচিকিৎসা, পেন্ডুলাম, নাচ, গান, ছবি আকা, মার্শাল আর্ট ইত্যাদি।
জয়সান ইয়োগা বর্তমানে পাঁচটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত রয়েছে এবং ৬৯ টি দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছে। জয়সান ইয়োগার প্রতিটি কোর্স আন্তর্জাতিকভাবে স্বীকৃত।