Thursday, February 13, 2025
spot_img
Homeঅন্যান্যজাদুঘরে রবিরশ্মির আয়োজনে এপার ও ওপার বাংলার শিল্পীদের গান

জাদুঘরে রবিরশ্মির আয়োজনে এপার ও ওপার বাংলার শিল্পীদের গান

সাতকাহন২৪.কম ডেস্ক

রবীন্দ্র ভিত্তিক সংগীত সংগঠন ‘রবিরশ্মি’, ২৩ মে, মঙ্গলবার সন্ধ্যা ৬টায়, কবি সুফিয়া কামাল মিলনায়তনে, বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকায় ‘এসো শ্যামল সুন্দর’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে রবিরশ্মি ও কলকাতার সংগীত সংগঠন সুর ও সাধনার শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় রবিরশ্মির শিল্পীবৃন্দের কণ্ঠে সমবেত গানের মধ্য দিয়ে। এরপর একক গান পরিবেশন করেন, বিশিষ্ট সংগীত শিল্পী সোহেলা হোসেন ( প্রধান উপদেষ্টা- রবিরশ্মি, ভাইস চেয়ারম্যান- এনসিসি ব্যাংক, চেয়ারম্যান-মীর আক্তার হোসেন কন্সট্রাকশন  লিমিটেড ও প্রেসিডেন্ট- মীর গ্রুপ অব ইন্ডাসট্রি)। নৃত্য পরিবেশন করেন শিল্পী ফলক রায় (কলকাতা)।

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্বাগত বক্তব্য রাখেন, রবিরশ্মির পরিচালক ও বিশিষ্ট সংগীত শিল্পী মহাদেব ঘোষ ও বিশিষ্ট সংগীত শিল্পী ও প্রশিক্ষক কিংশুক রায় (কলকাতা)। এ সময় সম্মাননা জানানো হয়, জনাব ড. আলাউদ্দিন আহমেদ (বিশিষ্ট সমাজ সেবক) ও শ্রী গৌরাঙ্গ বিহারী রায় (প্রাক্তন প্রশাসক, কলকাতা)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. কামরুজ্জামান (মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘর)।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে একক গান পরিবেশন করে সুর ও সাধনা (কলকাতা)- এর শিল্পীবৃন্দ। একক গান পরিবেশন করেন, ডা. জয়ন্ত ধর,  শ্রী কিংশুক রায়, শ্রীমতী রত্না রায়, শ্রীমতী তমালী ব্যানার্জী, শ্রীমতি ড. নিবেদিতা মিত্র। এরপর আবৃত্তি পরিবেশন করেন, বিশিষ্ট আবৃত্তি শিল্পী, ড. শাহাদাৎ হোসেন নিপু। ফয়জুল্লাহ সাঈদের গ্রন্থনা ও নির্দেশনায় আবৃত্তি পরিবেশন করে আবৃত্তি সংগঠন ‘শিল্পবৃত্ত’। অনুষ্ঠানের এ পর্যায়ে একক গান পরিবেশন করেন, বিশিষ্ট সংগীত শিল্পী ও রবিরশ্মির পরিচালক মহাদেব ঘোষ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ড. শাহাদাৎ হোসেন নিপু (আবৃত্তি শিল্পী) ও রবিরশ্মির সদস্য ও শিল্পী শাশ্বতী মাথিন। অনুষ্ঠানটির সভাপতিত্ত্ব করেন, জনাব মোখলেস আলম (বিশিষ্ট সমাজ সেবক ও সভাপতি, রবিরশ্মি)। অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন মহাদেব ঘোষ ও কিংশুক রায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments