Wednesday, December 11, 2024
spot_img
Homeজীবনের খুঁটিনাটিছেলেরা বেশি বয়সী নারীর প্রেমে পড়ে ৮ কারণে

ছেলেরা বেশি বয়সী নারীর প্রেমে পড়ে ৮ কারণে

সাতকাহন২৪.কম ডেস্ক
আশেপাশে তাকালে এমন অনেক দম্পতিরই উদাহরণ মিলবে, যেখানে নারী সঙ্গীটি পুরুষের তুলনায় বয়সে বড়। অনেক সময় পুরুষ কিন্তু বয়সে বড় নারীর প্রেমে পড়ার এই ধারণাটিকে বেশ পছন্দ করে। যেমন, বলিউডের তারকা প্রিয়াঙ্গা চোপড়া ও নিক জোনাস, সাইফ আলী খান ও অমৃতা সিং (সাবেক স্ত্রী), ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন।

এখন আর বয়সে বড় নারীর প্রেমে পড়ার বিষয়টি নতুন কিছু নয়। তবে জানেন কি কেন পুরুষ বয়সে বড় নারীর প্রেমে পড়ে? এর পেছনে মনোজগতের কোন কোন বিষয়গুলো কাজ করে? ভারতীয় ওয়েবসাইট পিংকভিলা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে এর উত্তর।

  • বয়সে বড় নারী পরিপক্ক ও অভিজ্ঞ। তাদের দৃষ্টিভঙ্গী, ধ্যান-ধারণা গুছানো ও ভারসাম্যপূর্ণ।
  • বিশেষ করে তারা সারাক্ষণই পরচর্চা করতে থাকে না। বয়সে বড় নারী জানে কীভাবে ‘টক্সিক’ ব্যক্তিকে সামলাতে হয়। তারা সারাক্ষণই তাদের হতাশার কথা শুনিয়ে সঙ্গীকে বিরক্ত করে না। তারা খুব পরিপক্বভাবে বিষয়গুলো সামলায়।
  • বেশিরভাগ সময় তারা অত্যন্ত আত্মবিশ্বাসী হয় এবং তাদের আত্মশক্তিও বেশি হয়। এ ধরনের নারী সাধারণত খুব সহজে ঝগড়ায় জড়িয়ে পড়ে না। কঠিন সময়কে সামলাতে তারা পটু।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও তার স্বামী সংগীত শিল্পী ও অভিনেতা নিক জোনাস। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও তার স্বামী সংগীত শিল্পী ও অভিনেতা নিক জোনাস। ছবি : সংগৃহীত
  • যৌন অভিজ্ঞতাও এ ক্ষেত্রে একটি বড় বিষয়। স্বভাবতই বয়সে বড় নারীর যৌন অভিজ্ঞতা অন্যদের তুলনায় বেশি। আর এই বিষয়টি পুরুষকে আকৃষ্ট করে।
  • বয়সে বড় নারী বিশ্বাস করে, সে ছাড়াও সঙ্গীর ‘ব্যক্তিগত সময় বা পারসোনাল স্পেস’ রয়েছে। বিষয়টি অনুধাবন করে সে সঙ্গীকে তার মতো ছেড়ে দেয়।
  • বয়সে বড় নারী আবেগীয়ভাবে পরিপক্ক হওয়ার কারণে সম্পর্কের অস্থিতিশীল সময়গুলো চমৎকারভাবে সামলাতে পারে এবং অযথা নাটকে জড়িয়ে সঙ্গীকে বিব্রত করে না।
  • পরিপক্ক নারীর সঙ্গে প্রেম করা মানে প্রতিদিন নতুন কিছু শেখা। পুরুষদের এ বিষয়টিও ভালো লাগে।
  • এ ধরনের নারী স্বামী বা সঙ্গীকে আর্থিকভাবেও সাহায্য করে। এটা কখনো কখনো ছেলেটির জন্য বেশ সুবিধার বিষয় হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments