Wednesday, December 11, 2024
spot_img
Homeস্বাস্থ্যকাহনযৌন স্বাস্থ্যছেলেদের ৪ যৌনস্বাস্থ্য সমস্যা

ছেলেদের ৪ যৌনস্বাস্থ্য সমস্যা

সাতকাহন২৪.কম ডেস্ক
পুরুষের মধ্যে অনেকেই যৌনস্বাস্থ্য সমস্যায় ভোগেন। তবে অসংকোচ বা সমাজের ভয়ে বিষয়টি প্রকাশে অনেকেরই থাকে দ্বিধাবোধ। আবার কেউ কেউ হয়তো জানেনই না বিষয়গুলো স্বাস্থ্যগত সমস্যা। পুরুষের এমন কিছু যৌনস্বাস্থ্য সমস্যার কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রি ম্যাচিউর ইজাকুলেশন

প্রি ম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত ছেলেদের একটি সাধারণ সমস্যা। কেবল তরুণদের নয়, অনেক মধ্যবয়সী বা প্রবীণ পুরুষও এই সমস্যায় ভোগে। বিষয়টিকে নিয়ন্ত্রণের চেষ্টা করুন। আর না পারলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

ইরেকটাইল ডিসফাংশন

সহবাসের সময় যৌনাঙ্গ পর্যাপ্ত শক্ত না হওয়ার বিষয়টিকে ইরেকটাইল ডিসফাংশন বলে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে উচ্চ কোলেস্টেরল, বিষণ্ণতা, উদ্বেগ ইত্যাদি এর কারণ। খেয়াল করুন আপনিও এই সমস্যায় ভুগছেন কি না।

ডিলেইড ইজাকুলেশন

নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়া, থাইরয়েডের সমস্যা বা সহবাসে অনাগ্রহ ইত্যাদি ডিলেইড ইজাকুলেশন বা দেরিতে বীর্যপাত হওয়া কারণ।

পেরানয়েড’স ডিজিজ

যৌনাঙ্গ বাঁকা হয়ে গেলে বা বীর্যপাতের সময় ব্যথা পেলে অনেক সময় এই সমস্যা হয়। এটি হলে বীর্যপাতে ব্যাঘাত ঘটে। অনেক সময় বাম্পের মতো হতে পারে। এ সমস্যায় দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments