সাতকাহন২৪.কম ডেস্ক
চোখের নিচের কালো দাগ নিয়ে অনেকেই বেশ দুশ্চিন্তায় পড়ে। এতে চোখকে মলিন তো লাগেই, পাশাপাশি ঘটে সৌন্দর্যহানী। কীভাবে দূর করা যাবে এটি? আসুন, জেনে নিই।
শিওরসেল মেডিকেল বিডি- এর চর্মরোগ বিশেষজ্ঞ ডা. তাওহীদা রহমান ইরিন বলেন, ‘চোখের চারপাশে সাধারণত যে সমস্যাগুলো হয়ে থাকে বা আমাদের কাছে রোগীরা যে সমস্যাগুলো নিয়ে আসে, সেগুলো হলো চোখের নিচের কালো দাগ, বয়সের ছাপ বা বলিরেখা ও চোখ ফোলাভাব। এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজন একটি হাইড্রেটিং ও অতিরিক্ত ময়েশ্চার সমৃদ্ধ ময়েশচারাইজার। সেই ক্ষেত্রে আই ক্রিম বা আই পারফেক্টার হতে পারে একটি ভালো সমাধান।’
তবে আই ক্রিম কেনার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল করা অত্যন্ত জরুরি। কিছু প্রয়োজনীয় উপাদান যেন ক্রিমটিতে অবশ্যই থাকে বিষয়টি নিশ্চিত করতে হবে। যেমন: মালবেরি স্ট্র্যাক্ট। এটি ত্বককে উজ্জ্বল করে এবং ত্বকে বলিরেখা পড়তে বাধা দেয়। এই উপাদানটি চোখের নিচের কালো দাগ ও বলিরেখা কমিয়ে আনে।
আরেকটি অন্যতম উপাদান হলো ক্যাফেইন জেল। এটি রক্ত চলাচল বাড়িয়ে চোখের নিচের কালো দাগ দূর করে। ইদানিং আরেকটি উপাদান আইক্রিমে পাওয়া যায়। সেটি হলো প্রোবায়োটিক সমৃদ্ধ ফার্মেন্টেড ব্ল্যাক টি এক্সট্রাক্ট। এটি ত্বকের কোষ পুণর্গঠনে সাহায্য করে, কোনো প্রদাহ থাকলে, সেটিকেও কমিয়ে আনে এবং চোখের নিচের কালো দাগ কমায়।
‘তবে যেকোনো ধরনের আন্ডার আই ক্রিম ব্যবহারের আগে আপনি খেয়াল করবেন, এটি যেন অকুলার টেস্টেটড হয় এবং টিয়ার লেস হয়। কারণ, আপনি চোখের চারপাশের নাজুক এলাকায় যেই ক্রিমটি ব্যবহার করবেন, সেটি অবশ্যই ডার্মাটোলজিস্ট টেসটেড হতে হবে এবং অল্যার্জেন ফ্রি হতে হবে’- বলেন ডা. তাওহীদা রহমান ইরিন।
বর্তমানে বাজারে এ ধরনের আইক্রিম তৈরি করছে রিজুভা। প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে রিজুভা আই পারফেক্টর। এই ক্রিমটি একাধারে চোখের চারপাশের ত্বককে আর্দ্র রাখে, উজ্জ্বলতা বাড়ায়, বলিরেখা কমায় ও কোষ পুণর্গঠনে সাহায্য করে। চোখের নিচের কালো দাগ কমাতে ব্যবহার করতে পারেন এ ধরনের ক্রিমও।