Monday, January 20, 2025
spot_img
Homeস্বাস্থ্যকাহনযৌন স্বাস্থ্যচুমু খেলে ভালো থাকবে শরীর

চুমু খেলে ভালো থাকবে শরীর

সাতকাহন২৪.কম ডেস্ক

হ্যাঁ, চুমুর কথাই বলছি। চুমু খাওয়া কেবল ভালোবাসাকেই মধুর করে না, স্বাস্থ্যের জন্যও ভালো- এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিষয়টি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য জরুরি। চুমু খাওয়ার গুণের কথা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

# একটি অসাধারণ চুমু মানসিক চাপ তৈরিকারী কর্টিসল হরমোনের নিঃসরণ ঘটায়। এতে উদ্বেগ থেকে মুক্তি মেলে, বিষণ্ণতা কাটে।

# চুমু মস্তিষ্কের ‘হ্যাপি হরমোন’ ( অক্সিটোসিন, ডোপামিন, সেরোটোনিন ইত্যাদি) বাড়ায়। এতে মন প্রফুল্ল থাকে।

# দাঁত ভালো রাখতেও চুমু কার্যকর। চুমুর কারণে লাল গ্রন্থি উদ্দীপ্ত হয়। এতে লালা বেড়ে দাঁতের আস্তরণ তৈরিকারী ক্ষতিকর পদার্থগুলো জমতে বাধা পায়।

# প্রেমময় একটি পূর্ণ চুমুতে মস্তিষ্ক থেকে ‘লাভ হরমোন’ অক্সিটোসিন নির্গত হয়। এই হরমোন একে অপরের প্রতি আস্থা বাড়িয়ে সম্পর্ক মজবুত করতে সাহায্য করে।

# চুমু খেলে হৃদস্পন্দন বাড়ে। এতে রক্তনালী প্রসারিত হয়, রক্তের প্রবাহ ভালো থাকে; রক্তচাপ কমে। এ ছাড়া কিছু গবেষণায় বলা হয়, চুমু শরীরের ক্ষতিকর কোলেস্টেরলর পরিমাণও কমায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments