সাতকাহন২৪.কম ডেস্ক
বর্তমানে ছোট বাসার সংখ্যা, চাহিদা দুটোই বাড়ছে। প্রয়োজনের তাগিদে ছোট বাসায় থাকতে হলেও বড় ঘরের সৌন্দর্য হয় আলাদা। তবে কিছু কৌশল মেনে চললে কিন্তু ছোট বাসাও বড় দেখাবে। ছোট বাসা বড় দেখানোর কিছু উপায়ের কথা বাতলেছে আনন্দবাজার।
# ঘরের দেয়ালে হালকা, তবে উজ্জ্বল রং ব্যবহার করুন। অফ হোয়াইট, সাদা, হালকা হলুদ ইত্যাদি রং ব্যবহার করতে পারেন।
# ঘরের পর্দার সঙ্গে দেয়ালের রঙের সামঞ্জস্য রাখুন। পর্দার ক্ষেত্রে দেয়ালের রঙের মতো বা এর চেয়ে এক বা দুই পরত গাঢ় রং ব্যবহার করতে পারেন।
# বেশি বা বাড়তি জিনিস দিয়ে ঘর ভরিয়ে তুলবেন না। ঘর গুছিয়ে রাখার চেষ্টা করুন সবসময়।
# আয়না ঘরের আয়তন বড় দেখাতে কাজ করে। তাই ঘর সাজাতে এবং বড় দেখাতে আয়না ব্যবহার করতে পারেন।
# এমন আসবাব ব্যবহার করুন যেগুলো একইসঙ্গে দুটো জিনেসর কাজ করবে। যেমন: সোফা কাম বেড। এতে খরচ, জায়গা দুটোই বাঁচে।