সাতকাহন২৪.কম ডেস্ক
ঘর ঠান্ডা রাখার বিষয়টি মনে করলেই প্রথমে মাথায় আসে এসির কথা। তবে এসি ছাড়াও কিছু প্রাকৃতিক পদক্ষেপ ঘরকে অনায়াসে ঠান্ডা রাখে। এর মধ্যে অন্যতম হলো গাছ রাখা।
ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়, সঠিক গাছপালা রাখলে ঘরের তাপমাত্রা ১০ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। দুটো অত্যন্ত উপকারী গাছ রয়েছে, যেগুলো ঘরকে ঠান্ডা রাখতে কাজে দেবে।
মানি প্ল্যান্ট
মানি প্ল্যান্ট ঘরে থাকলে আয়-রোজগার বেশি হয়- এমন একটি ধারণা বেশ প্রচলিত। তবে এটি মানুষের ভাগ্যের চাকা ঘোরায় কিনা, তার সঠিক জবাব না থাকলেও বাতাস বিশুদ্ধ করতে গাছটি উপকারী। বাতাসের বিভিন্ন বিষাক্ত পদার্থ দূর করে ঘরকে ঠান্ডা রাখতে এই গাছ সাহায্য করে।
ছোট রাবার গাছ
রাবার গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণে খুব সাহায্য করে। কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে বাতাস ভারী হয়ে ঘর গরম হয়ে যায়। তাই ঘরকে ঠান্ডা রাখতে এবং অক্সিজেনের মাত্রা ঠিকঠাক রাখতে এই গাছ নির্বাচন করতেই পারেন।
সূত্র : সিমপ্লিমোস্ট