সাতকাহন২৪.কম ডেস্ক
বাংলাদেশের প্রথম পরিবেশ বাদী যুব সংগঠন গ্রীন ভয়েস আয়োজিত মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ মার্চ, শুক্রবার, বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সেমিনারটি অনুষ্ঠিত হয়। এর বিষয়বস্তু ছিল, ‘সুখের চাবিকাঠি’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৪০ জন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, ঢাকা কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ এবং অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্ত হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ‘গ্রীন ভয়েস’- এর প্রতিষ্ঠাতা জনাব আলমগীর কবির, সহ সমন্বয়ক হুমায়ুন কবির সুমন। এ ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব শুভ কিবরিয়া।
‘গ্রীন ভয়েস’ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যুবকদের নিয়ে প্রকৃতি, পরিবেশ, জীবন বিষয়ে কাজ করে। সকলে পরিবেশ সচেতন হোক এবং সকল সামাজিক আন্দোলন গড়ে তুলুক এটাই তাদের লক্ষ্য। ২০০৫ সালে গ্রীন ভয়েস প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ এ পথ চলায় পাঁচ হাজার অ্যাকটিভ ভলান্টিয়ার রয়েছে।