সাতকাহন২৪.কম
শীতে গলাব্যথা বা ঠান্ডা-কাশিতে ভোগে না, এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া মুশকিল। গলাব্যথা এক ভীষণ যন্ত্রণাদায়ক অবস্থার নাম। সমস্যা কমাতে ঘরোয়া উপায় হিসেবে মশলা চা কিন্তু বেশ উপকারী।
সাধারণত এ ধরনের চা তৈরি হয়, আদা, লবঙ্গ, গোল মরিচ, দারুচিনি, এলাচ দিয়ে। এসব মশলায় রয়েছে প্রদাহরোধী উপাদান। মশলা চা খুব দ্রুত গলাব্যথা কমাতে সাহায্য করে। গলাব্যথা কমাতে মশলা চা-এর রেসিপি জানিয়েছে গোল্ডেন টিপস ডট কম।
উপকরণ
এলাচ- ২টি
লবঙ্গ- ৩ থেকে ৪টি
দারুচিনি- ২টি
কালো গোল মরিচ- ৫ থেকে ৬টি
আদা- ১ ইঞ্চি পরিমাণ
চা-১ চা চামচ
যেভাবে তৈরি করবেন
চায়ের পাতা ছাড়া সব উপাদান ভালো করে ধুয়ে পাঁচ মিনিট সিদ্ধ করুন। এবার এর মধ্যে চা পাতা ছেড়ে দিন। আরো ২ থেকে ৩ মিনিট অল্প আঁচে জ্বাল দিন। এবার চুলা থেকে নামিয়ে ছেঁকে পরিবেশন করুন মশলা চা। যারা চিনি খেতে পছন্দ করেন তারা সামান্য চিনিও যোগ করতে পারেন।
গলাব্যথা থাকলে এই চা এক থেকে দেড় ঘণ্টা পর একটু একটু করে পান করুন। স্বাস্তি পাবেন।