Tuesday, May 21, 2024
spot_img
Homeস্বাস্থ্যকাহননারী স্বাস্থ্যগর্ভাবস্থায় প্রস্রাবের সংক্রমণ : কারণ ও করণীয়

গর্ভাবস্থায় প্রস্রাবের সংক্রমণ : কারণ ও করণীয়

সাতকাহন২৪.কম ডেস্ক

নারীর প্রস্রাবের সংক্রমণের ঝুঁকি পুরুষের তুলনায় বেশি। গর্ভাবস্থায় কিছু কারণে এ ঝুঁকি বাড়ে। তাই গর্ভাবস্থায় নারীর স্বাভাবিক স্বাস্থ্য পরীক্ষার সময় প্রস্রাবের সংক্রমণ রয়েছে কিনা পরীক্ষা জরুরি।

গর্ভাবস্থায় নারীর প্রস্রাবের সংক্রমণের কারণ

# হরমোনের প্রভাবে কিডনি থেকে মূত্রথলিতে আর মূত্রথলি থেকে বাইরে প্রস্রাব বের করে দেওয়ার মাংসপেশিগুলোর সংকোচন–প্রসারণ কমে যাওয়া।
# হরমোনের প্রভাবে কিডনিতে সাময়িকভাবে পানি জমা (হাইড্রোনেফ্রোসিস)।
# গর্ভাবস্থার শেষের দিকে ভারী জরায়ুর কারণে কিডনি থেকে প্রস্রাব বের হওয়ার রাস্তায় চাপ পড়া।

কী করবেন?
# গর্ভাবস্থায় প্রস্রাবের পরীক্ষা নিয়মিত করতে হবে। প্রস্রাবের জীবাণুর সংক্রমণ পাওয়া গেলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
# গর্ভাবস্থায় প্রস্রাবে জ্বালাপোড়া বা ঘোলাটে দুর্গন্ধযুক্ত প্রস্রাব হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া।
# গর্ভাবস্থায় ঘন ঘন প্রস্রাব হওয়ার ভয়ে অনেকে পানি কম পান করেন। এতে জীবাণুর সংক্রমণের হার বাড়ে। তাই দৈনিক অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান কর।
# গর্ভাবস্থায় পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরা।
# শৌচকাজের সময় সামনের অংশ আগে পরিষ্কার করে পরে পেছনের অংশ পরিষ্কার করা।
# গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যমুক্ত থাকার জন্য আঁশযুক্ত খাবার খেতে হবে। যেমন : শাকসবজি, ফল। তবে কিছু খাবার গর্ভপাত ঘটিয়ে দিতে পারে। যেমন : পেঁপে, আনারস ইত্যাদি। এগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা।

গর্ভাবস্থায় প্রস্রাবের সংক্রমণ হলে কিডনিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এতে মা ও শিশু উভয়েরই মারাত্মক স্বাস্থ্যঝুঁকি হয়। তাই সতর্ক থাকুন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments