সাতকাহন২৪.কম ডেস্ক
যেকোনো উৎসব-পার্বনে শিশুর আনন্দই প্রাধান্য পায় বেশি। ঈদেও এর ব্যতিক্রম নয়। তবে এবার ঈদটা যেহেতু মোটামুটি গরম-বৃষ্টির মধ্যে পড়ছে, তাই শিশুর পোশাক নির্বাচনের ক্ষেত্রে একটু সচেতন হতেই হবে।
শিশুর ত্বক যেহেতু বড়দের তুলনায় কিছুটা নাজুক ও স্পর্শকাতর, তাই পোশাকে কী ধরনের ফ্যাব্রিক ব্যবহার হচ্ছে, এর রং কেমন হচ্ছে, জামাটি আরামদায়ক হচ্ছে কি না- সেগুলো বিবেচনায় রাখা বেশ জরুরি। ফ্যাশন হাউজ কে ক্র্যাফট -এর উদ্যোক্তা – কর্ণধার খালিদ মাহমুদ খান জানান, এবার শিশুদের পোশাকে প্যাটার্ন, ফ্যাব্রিক ও রঙের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিশুদের জন্য আরামদায়ক হবে, এমন পোশাক নির্বাচন করে প্যাটার্নে ভিন্নতা আনা হয়েছে, যা উৎসবের আমেজ বহন করবে।
কেবল বড়দের নয়, ঈদে ছোটদেরও সমান গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে আকর্ষণীয় পোশাক, জানিয়ে ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ- এর প্রধান নির্বাহী সৌমিক দাস বলেন, ‘পোশাকের কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে লিনেন, জ্যাকার্ড কটন, ভয়েল, লিনেন স্লাব, নেট ফেব্রিক, টিস্যু মসলিন, পিয়র সিফন জর্জেট ও চোষা সিল্ক। আমরা শিশুদের জন্য আলাদা একটি সেগমেন্ট তৈরি করেছি ‘রঙ জুনিয়র’। এখানে বিশেষভাবে তাদের জন্য আরামদায়কভাবে পোশাকগুলো তৈরি করা হয়।
এগুলো গরম-বৃষ্টিতে শিশুকে আরাম দিতে সাহায্য করবে।’
বাজারঘুরে দেখা গেছে, এবারের ঈদে মেয়ে শিশুর জন্য উৎসব ভিত্তিক পোশাকে থাকছে- লেহেঙ্গা সেট, টপস সেট, স্কার্ট, পার্টি ফ্রক, সালওয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, কাফটান, টপস-কটি সেট,পালাজো।
ছোট ছেলেদের পোশাক আয়োজনে রয়েছে নানা রঙের পাঞ্জাবি, হাফহাতা কাটের শার্ট ও ফতুয়া। শিশুদের যা পছন্দ হবে বা ভালো লাগবে তাই প্রাধান্য পাচ্ছে এবার। এ ছাড়াও ছোট মেয়েরা, বোন অথবা মায়ের সঙ্গে মিলিয়ে পরতে পারবে, এমন সালওয়ার কামিজ, কুর্তি থাকছে এবং বাবা ও ছেলের জন্য ম্যাচিং পাঞ্জাবি, শার্ট ও ফতুয়া থাকছে বরাবরের মতাে।
উৎসব-আনন্দ মূলত শিশুদেরই। এই আমেজটি সম্পূর্ণভাবে উপভোগ করতে শিশুকে তাই সুস্থ রাখতে হবে। আর এ ক্ষেত্রে সঠিক পোশাক নির্বাচনের বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। এবারের ঈদ প্রতিটি সোনামণির জন্য বয়ে নিয়ে আসুক অনাবিল আনন্দ ও নবআনন্দের বার্তা।