সাতকাহন২৪.কম ডেস্ক
পাল্লা দিয়ে তাপমাত্রার পারদ চড়ছে। গরমে মেকআপ মানেই কিছুক্ষণ বাদে ঘামে চপচপে হয়ে গলে যাওয়া। এ ক্ষেত্রে হালকা মেকআপের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে হালকা হলেও একটু তো সাজতেই হয়। এই সাজকে বেশিক্ষণ রাখতে কিছু জিনিস খেয়াল করা জরুরি। গরমে মেকআপ দীর্ঘক্ষণ ধরে রাখার পরামর্শ দিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ফেমিনা।
১. সাজের আগে মুখ ভালোভাবে পরিষ্কার করুন। এরপর বরফ ঘষে নিন। এতে মেকআপ দীর্ঘক্ষণ বসবে।
২. মেকআপের সময় ওয়াটার প্রুফ প্রাইমার ব্যবহার করতে পারেন। এতে সহজে সাজটা গলে যাবে না।
৩. আইলাইনারের ক্ষেত্রে ওয়াটার প্রুফ ব্যবহার করাই ভালো।
৪. এ সময় ক্রিম আইশ্যাডো এড়িয়ে পাউডার জাতীয় ব্যবহার করুন। অন্যান্য পন্য ব্যবহারের ক্ষেত্রেও ক্রিম ধরনের এড়িয়ে পউডার ধরনের ব্যবহারই ভালো।
৫. গরমে ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। এতেও মেকআপ দীর্ঘস্থায়ী হবে।