ডা. গুলজার হোসেন উজ্জ্বল
সময়টা গরমের। সঙ্গে আবার বৃষ্টিও শুরু হলো। এই সময়ে কিছু অসুখ-বিসুখ আপনাকে বিপর্যস্ত করতে পারে। অনেকেই জ্বরে ভুগতে পারে।
আবহাওয়ার চরমভাবের কারণে এই সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা নাজুক অবস্থায় পড়ে। সুয়োগটা নেয় বিভিন্ন ধরনের ভাইরাস। এই সময়ে তাই ভাইরাস জ্বরের প্রকোপটা থাকে বেশি।
ঢাকা শহরে এখন ডেঙ্গু ভাইরাসের প্রকোপ বেড়েছে। জ্বর হলে প্যারাসিটামল খাবেন। প্রচুর পানি ও ফলের রস খেতে হবে। অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। প্রতিরোধের উপায় হল, মশা থেকে নিজেকে বাঁচানো। দিনে ঘুমালে মশারি টাঙ্গাবেন। এরসোল ব্যবহার করুন। মশার প্রজনন ক্ষেত্রগুলাে ধ্বংস করুন।
এ ছাড়া এই সময়ে ইনফ্লুয়েঞ্জাও হতে পারে। এই জ্বরের ক্ষেত্রেও একই কথা। প্যারাসিটামল খাবেন। সঙ্গে প্রচুর পানি ও পানীয়।
লেখক : হেমাটোলজি স্পেশালিস্ট