Thursday, December 12, 2024
spot_img
Homeঅন্যান্যগরমে ঈদের সাজে ম্যাট মেকআপ

গরমে ঈদের সাজে ম্যাট মেকআপ

সাতকাহন২৪.কম ডেস্ক

উৎসব ও সাজ একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। আর এবারের ঈদও এর ব্যতিক্রম নয়। তবে এবার যেহেতু গরমের তীব্রতা অন্যান্য বছরগুলোর তুলনায় অনেক, তাই সাজটা এমন হওয়া চাই, যা চোখে স্বস্তি দেবে এবং ঘেমে নেয়েও নষ্ট হবে না। আর এই ক্ষেত্রে সবচেয়ে উপযোগী ম্যাট মেকআপ।

আন্তর্জাতিক ফ্যাশনের জগতেও ম্যাট মেকআপ এখন বেশ জনপ্রিয়। আর এটি বর্তমান আবহাওয়ার জন্যও উপযোগী- জানান বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের রূপবিশেষজ্ঞ শারমিন কচি।

দিনে যেহেতু এখন কড়া রোদ থাকে, তাই ঈদের দিন বা ঈদ পরবর্তী দাওয়াতে অনায়াসে এই মেকআপ মানিয়ে যাবে। এই ক্ষেত্রে মুখের ফাউন্ডেশন, বিবি ক্রিম, কমপেক্ট পাউডার দিয়ে বেইজ শেষ করে চোখে লাগাতে পারেন ম্যাট সলিড রঙের আইশ্যাডো। ঠোঁটে দেবেন ম্যাট রঙের লিপস্টিক। ম্যাজেন্টা, লাল, বেগুনি, ওয়াইন, মভ ইত্যাদি রং বেশ মানিয়ে যাবে এ সময়।

লিপস্টিক হালকা হলে চোখে একটু গাঢ় করে কাজল বা আইলাইনার টানতে পারেন। আর লিপস্টিক গাঢ় রঙের হলে চোখ সাজার হালকা করে। এখন আবার অনেকেই ন্যুড মেকআপ পছন্দ করেন। সেই ক্ষেত্রে সবটাই হালকা করতে পারেন।

পোশাকের ক্ষেত্রে মাথায় রাখুন ঋতুর কথা। এ সময় জর্জেটের কাপড় কিংবা শরীরে অ্যালার্জি হয়, এমন পোশাক এড়িয়ে যাওয়াই মঙ্গল। শাড়ি, সালোয়ার–কামিজ, কুর্তি যাই পরুন না কেন, আরামের কথা অবশ্যই মাথায় রাখবেন- বলছিলেন, রূপবিশেষজ্ঞ শারমিন কচি।

যেহেতু গরম তাই চুলের সাজও হবে হালকা। দিনের বেলায় চুল বেঁধে রাখাই ভালো। এ ক্ষেত্রে শাড়ি পরলে চুল খোঁপা করতে পারেন। রাতে স্ট্রেটনার দিয়ে চুল স্ট্রেট করে নিন। আবার চাইলে চুলটা হালকা কার্ল করে নিতে পারেন। গরমে সাজের ক্ষেত্রে এমনটাই পরামর্শ রূপ বিশেষজ্ঞ শারমিন কচির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments