সাতকাহন২৪.কম ডেস্ক
২০২০ সাল থেকে করোনা মহামারিতে পড়েছে গোটা বিশ্ব। এর প্রকোপ কিছুটা কাটতে না কাটতে শুরু হয়েছে যুদ্ধ, অর্থনৈতিক টানাপোড়েন, তেল ও জ্বালানি সংকট। এমন পরিস্থিতিতে বৈশ্বিক মন্দার দিকে হাঁটতে যাচ্ছে গোটা বিশ্ব- এমনটাই মতামত বিশ্লেষকদের। এমন পরিস্থিতিতে সংসারের খরচ সামলাতে কিছু বাড়তি খরচ কমানো বেশ জরুরি। আসুন জানি, খরচ কমানোর কিছু কৌশল।
# কোন খাতে ব্যয় বেশি ও অযথা হয়, সেগুলো বের করুন। এসবের মধ্যে কোনটি খুব গুরুত্বপূর্ণ, সেটি বেছে নিন।
# অযথা রেস্টুরেন্টে খাবার না খেয়ে বাড়িতে তৈরি খাবার খান। প্রয়োজনে মজাদার আইটেমগুলো রান্না করা ঘরেই শিখে নিন।
# অপ্রয়োজনে বিদ্যুৎ, পানি, গ্যাস ব্যবহার করবেন না। এতে বিল কমবে।
# ফোনে কথা বলার জন্য মাসে কতটুকু টাকা প্রয়োজন হয়, তা আগে থেকে ভেবে রিচার্জ করে নিন। অযথা মোবাইলের বিল বাড়াবেন না।
# কেনাকাটার আগে অবশ্যই একটি তালিকা তৈরি করুন। তালিকা অনুযায়ী কেনাকাটা করুন। পছন্দ হয়ে গেল বলেই বাড়তি জিনিস কিনে ফেললেন, তেমনটা যেন না হয়।
# সবজি, মাংস, কাঁচাবাজার করার আগে দেখুন কোনটাতে পুষ্টির চাহিদা বেশি পূরণ হবে এবং টাকাও কম খরচ হবে। যেমন: পেঁপে, চালকুমড়ার তুলনায় লতি থেকে বেশি পুষ্টি পাবেন। তাই একটু ভেবেচিন্তে খাবার কিনুন।
# খরচ কমাতে ডিসকাউন্টে কেনাকাটা করতে পারেন। নির্দিষ্ট কোনো পণ্যে ছাড় দিচ্ছে কিনা, সে বিষয়টি খেয়াল রাখুন।
# ধূমপান, মদপান থেকে বিরত থাকুন। এতেও বাজে খরচ কমবে।
# অফিস বা স্কুলের টিফিনে বাসা থেকে বানানো খাবার নিয়ে যান। টিফিনের জন্য আলাদা খরচও কমিয়ে আনুন।
# সঞ্চয়ের প্রতি মনোযোগী হোন। হাতে টাকা রয়েছে বলেই খরচ করে ফেলার প্রবণতা থেকে বেরিয়ে আসুন। প্রতিদিন কিছু টাকা হলেও সঞ্চয়ের চেষ্টা করুন।
সূত্র : উইকিহাউ