Monday, January 20, 2025
spot_img
Homeঅন্যান্যকে ক্র্যাফট-এর বৈশাখ-ঈদ শাড়ি উৎসব

কে ক্র্যাফট-এর বৈশাখ-ঈদ শাড়ি উৎসব

সাতকাহন২৪.কম ডেস্ক

বাংলাদেশের প্রধান দুই উৎসব বৈশাখ ও ঈদকে সামনে রেখে ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট আয়োজন করতে যাচ্ছে শাড়ি উৎসব। ক্রেতারা এখানে পাবেন বৈচিত্রপূর্ণ, বিভিন্ন নকশা ও কাপড়ের শাড়ি।

আগামীকাল, শুক্রবার, ৭ এপ্রিল, কে ক্র্যাফট- এর মোহাম্মদপুর রিং রোডে অবস্থিত ফ্লাগশিপ স্টোরে শুরু হওয়া এই উৎসব চলবে ১৪ এপ্রিল, শুক্রবার পর্যন্ত।

ছবি : কে ক্র্যাফট
ছবি : কে ক্র্যাফট

উৎসবে থাকছে নানা রঙ ও নকশার হ্যান্ডলুম, সুতি, সিল্ক, কাতান শাড়ির সম্ভার। নকশায় থাকছে মুঘল আর্ট, মুঘল অরনামেন্টস, ম্যান্ডালা ফ্লোরাল আর্ট, জামদানি, কাঁথা স্টিচ, আর্ট ডেকো, শাপলা, ফ্লোরাল, ট্রাইবাল, ফোক আর্ট, জ্যামেতিক মোটিফের উপস্থাপনা।

রোজ বেইজ, স্কাই, অলিভ, নেভি, ব্ল্যাক, ফিরোজা, কোরা, বাসন্তী, টিল, অ্যাকুয়া এনটিক, পার্পল, হোয়াইট, প্যাস্টেল, ভায়োলেট, ব্রাউন,সি গ্রিন, অরেঞ্জ, ভায়োলেট, রেড, ব্রিক রেড, ইয়েলো, এমারেল্ড গ্রিন, ম্যাজেন্টা সহ নানা রঙের শাড়িগুলো হয়েছে বর্ণিল ও দৃষ্টিনন্দন।

ছবি : কে ক্র্যাফট
ছবি : কে ক্র্যাফট

শাড়ির সাথে মিলিয়ে পরতে নানা ধরনের অনুষঙ্গও মিলবে এই আয়োজনে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উৎসব চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments