সাতকাহন২৪.কম ডেস্ক
শোক, গভীর শ্রদ্ধা ও গৌরবের মধ্য দিয়ে প্রতিবছর ভাষা দিবস পালন হয়। অন্যান্য বছরের মতো কে ক্র্যাফট একুশের গৌরবগাঁথাগুলো পোশাকে ফুটিয়ে তুলতে সচেষ্ট হয়েছে।
এবারের মোটিফে অনুপ্রেরণার উৎস হিসেবে থাকছে মাতৃভাষার ইতিহাস, লাইন মোটিফ, ট্রাইবাল, টার্কিশ, টেক্সচার, বর্ণ ও শব্দ মালার বিন্যাস। এ ছাড়া ট্র্যাডিশনাল ও জ্যামিতিক নকশায় সৃজনশীল অলংকরণে তৈরি হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, লং কুর্তি, পাঞ্জাবি, শার্ট, টিশার্ট। শিশুদের জন্য রয়েছে, সালোয়ার-কামিজ, কুর্তি, টপস,পাঞ্জাবি, শার্ট।
তাঁত, কটন, লিনেন, হাফ সিল্ক কাপড়ে তৈরি পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, স্ক্রিন ও ব্লক প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়ছে। রং এর ক্ষেত্রে নেওয়া হয়েছে শোক এর কালো, সূর্যের লাল, বিষণ্ণতার ধূসর, সত্য ও পবিত্রতার প্রতীক সাদার সমতলকে।
পরিবারের সকলের উপযোগী পোশাক, যুগল পোশাক সহ একুশের আয়োজন কে ক্র্যাফট এর সকল আউটলেট ছাড়াও অনলাইন শপ kaykraft.com এবং ফেসবুক পেজ থেকে অর্ডার করা যাবে।