সাতকাহন২৪.কম ডেস্ক
আসছে ঈদ-উল-ফিতরকে সামনে রেখে উৎসব ভিত্তিক স্বাচ্ছন্দের পোশাক নিয়ে হাজির হয়েছে দেশের অন্যতম প্রধান ফ্যাশন হাউস কে ক্র্যাফট। ইতােমধ্যে নানা রঙের ফেব্রিক ও স্টাইলিং-এর সমন্বয় সমৃদ্ধ করেছে কে ক্র্যাফটের এবারের ঈদ আয়োজন।
কে ক্র্যাফটের ডিজাইনার দল নানা মোটিফে ফুটিয়ে তুলেছে সময়োপযোগী ও আধুনিক পোশাক। মূল্যসীমা, মান ও ডিজাইনিং- এ আরামদায়ক ও মানানসই সব ঈদ আয়োজন
পাওয়া যাচ্ছে এখন কে ক্র্যাফটের সকল বিক্রয়কেন্দ্রে।
আয়োজনে রয়েছে ট্র্যাডিশনাল ক্ল্যাসিক, রেট্রো, ফিউশন, এ লাইন, আংরাখা, বক্স প্লিটেড সহ বৈচিত্রময় নানা প্যাটার্নের সালোয়ার কামিজ, ডাবল লেয়ারড সালোয়ার কামিজ, লং- কুর্তি, রেগুলার কুর্তি, টপস, ডাবল লেয়ারড কুর্তি, টিউনিক, শ্রাগ, কাফটান, প্যান্ট, টপস, টপস-স্কার্ট। এ ছাড়া ঈদকে সামনে রেখে শাড়ির বৈচিত্রপূর্ণ ডিজাইনের একটি বড় আয়োজন থাকছে।
ছেলেদের জন্য রয়েছে পছন্দের ব্র্যান্ড কে ক্র্যাফটের রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। এ ছাড়াও পাওয়া যাবে শেরওয়ানি, কটি, স্মার্ট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া ও পলো শার্ট।
মেয়ে শিশুদের জন্য উৎসব ভিত্তিক পোশাকে থাকছে – সালওয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস,পাফি পার্টি ড্রেস, লেহেঙ্গা সেট। ছেলে শিশুদের জন্য পাঞ্জাবি, শার্ট, কটি, শেরওয়ানি সহ নানা আয়োজন। শিশুদের পোশাকে প্যাটার্ন, ফ্যাব্রিক এবং রঙের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে ঈদ আয়োজন এর পোশাক কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এ ছাড়াও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।