সাতকাহন২৪.কম ডেস্ক
দেশের অন্যতম ফ্যাশন হাউস কে ক্র্যাফট- এর প্রথম এক্সপেরিয়েন্স সেন্টারে উদ্বোধন হলো আজ। অনুষ্ঠানে কে ক্র্যাফটের ঈদ পোশাক নিয়ে একটি ফ্যাশন শো’র আয়োজন করা হয়।
সানজিদা হক আরেফিন লুনার কোরিওগ্রাফিতে দেশ সেরা মডেলদের অংশগ্রহণে ফ্যাশন শোতে উৎসবমুখী পোশাকের ১১টি কিউতে প্রদর্শিত হয়েছে ৫০ টি নতুন ডিজাইনের পোশাক।
এই নতুন এক্সপেরিন্স সেন্টারে সারা বছর জুড়ে নানা ধরনের অনুষ্ঠান আয়োজনের কথা জানালেন কে ক্র্যাফট- এর অন্যতম উদ্যোক্তা খালিদ মাহমুদ খান। জীবন যাপনকে সুন্দরতর করা, শিশুদের মনোবিকাশ, নতুন সৃজনশীল প্রতিভাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানানো হয় এই আয়োজনে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার, সাংবাদিক, ক্রেতাসহ শুভানুধ্যায়ীরা।