সাতকাহন২৪.কম ডেস্ক
পা ফাটার সমস্যায় ভুক্তভুগি মানুষ নেহাত কম নয়। জীবনের কোনো না কোনো সময় কমবেশি সকলে এ সমস্যায় ভোগে। তবে পা কেন ফাটছে বা কোন রোগে এই সমস্যা হয়, জানে না অনেকে।
# জানেন কি, দেহে পানিশূন্যতা হলে পা ফাটতে পারে? আবহাওয়ার আর্দ্রতা কমে যাওয়া, পানি কম পান করা, শুষ্ক পরিবেশে হাঁটা ইত্যাদি পা ফাটার কারণ।
# শরীরে ভিটামিন বি ও ভিটামিন সি এর অভাবে পা ফাটতে পারে। এসব ভিটামিন ত্বকের জন্য গুরুত্বপূর্ণ। দেহে এগুলোর ঘাটতি হলে পা ফাটে।
# ত্বকের রোগ সোরিয়াসিসের নাম তো শুনেছেন? এই রোগে পায়ের তালু থেকে খোসার মতো চামড়া উঠে। অনেক সময় সমস্যাটি গোড়ালি পর্যন্ত ছড়িয়ে পা ফাটা তৈরি করে। এ ছাড়া এক্সিমা রোগেও অনেক সময় পা ফাঁটে।
সূত্র : আনন্দবাজার