Wednesday, June 7, 2023
Homeস্বাস্থ্যকাহনচিকিৎসা চাইকোন প্রাণীর কামড়ে জলাতঙ্ক হয়?

কোন প্রাণীর কামড়ে জলাতঙ্ক হয়?

সাতকাহন২৪.কম ডেস্ক

জলাতঙ্ক- নামটি সবার মনে ভয় জাগায়। সমাজে এ রোগ নিয়ে রয়েছে নানা কুসংস্কার। জেনে নিন, জলাতঙ্ক নিয়ে কিছু প্রয়োজনীয় তথ্য।

র‍্যাবিস ভাইরাস জলাতঙ্কের জীবাণুর নাম। ভাইরাসটি জীবাণুবাহী প্রাণীর লালা, কামড়ের মাধ্যমে মানুষের দেহে ঢুকে পড়ে এবং স্নায়ু বেয়ে মস্তিস্কে ছড়ায়।

কোন প্রাণীর কামড়ে জলাতঙ্ক হয়?

কুকুর, বেড়াল, শিয়াল, বেজি, বানর, বাদুড়।

কোন প্রাণীর কামড়ে ছড়ায় না?

ইঁদুর, খরগোশ, কাঠবিড়ালি, গুইসাপ, মানুষ।

প্রাণী কামড় দিলে প্রাথমিকভাবে করণীয়

১. ক্ষতস্থান অতিদ্রুত কাপড় কাচার সাবান ও প্রচুর পানি দিয়ে ১৫ থেকে ২০ মিনিট ধুবেন।

২. দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কয়টি ইনজেকশন নিতে হয়?

সাত দিন পরপর মোট চারটি, এক বছর পর বুস্টার ডোজ নিতে হবে।

কারা নিতে পারবেন?

গর্ভাবস্থায়, দুগ্ধদান কালে, অন্য অসুস্থতায়, ছোট শিশু, বৃদ্ধরা নিতে পারবেন।

সূত্র: জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments