সাতকাহন২৪.কম ডেস্ক
রাতের বেলা শিশুর মলদ্বারের চারপাশে চুলকানি, ঘুমের মধ্যে অস্থিরতা, খিটখিটে ভাব, পেট ব্যথা, মেয়ে শিশুর যোনীর আশেপাশে রাতে চুলকানো ইত্যাদি কৃমি হওয়ার লক্ষণ। কৃমি শিশুর প্রচলিত সমস্যা। এর বিভিন্ন ধরণ রয়েছে। যেমন : গুঁড়া, সুতা, ফিতা ইত্যাদি।
কাদের বেশি হয়?
# পাঁচ থেকে ১০ বছর বয়সী শিশু
# ঘনবসতিপূর্ণ জায়গায় গাদাগাদি করে থাকা
# আঙুল চোষা বা নখ কামড়ানোর বদঅভ্যাস
# হাত না ধুয়ে খাবার খাওয়া
কীভাবে ছড়ায়?
ময়লা কাপড়, মেঝে, মাটি, নখের নিচে, বিভিন্ন ফলের গায়ে কৃমির ডিম লেগে থাকে। না ধুয়ে ফল খেলে, হাত না ধুয়ে খাবার খেলে কৃমির ডিম পেটে চলে যায়।
সমাধানের উপায়
# হাতের নখ ছোট রাখা
# নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস করা
# বিছানার চাদর নিয়মিত পাল্টানো
# অন্তর্বাস, গায়ের কাপড় নিয়মিত ধোয়া
# ফল ধুয়ে খাওয়া
# মলদ্বার না চুলকানো
# সকালে উঠে শিশুর মলদ্বার ধুয়ে দেওয়া
সূত্র : ওয়েব এমডি